মুম্বই: কয়েক সপ্তাহ হয়ে গেল বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু এমন সতেজ, প্রাণবন্ত এক অভিনেতার চলে যাওয়া ঘিরে এখনও হা-হুতাশ কাটেনি তাঁর আত্মীয়-পরিজন এবং ফ্যানদের। এরই মধ্যে স্মৃতি উসকে দিয়ে দাদা সুশান্তের হাতে লেখা একটি চিঠির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতার বোন শ্বেতা সিংহ কীর্তি। এই চিঠিতে দেখা যাচ্ছে কেমন করে অনুপ্রেরণা দেওয়ার, উৎসাহ যোগানোর চেষ্টা করছেন সুশান্ত।

তিনি লিখেছেন, সে, যে বলতে পারে যে সে পারে এবং সে, যে বলে যে সে পারে না, সাধারণত দুজনেই ঠিক নিজের মতো করে। কিন্তু তুমি হচ্ছ প্রথম জন। লাভ ইউ- ভাই সুশান্ত।



শ্বেতা কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছিল, ভাইয়ের চলে যাওয়ার ১৩দিন উপলক্ষ্যে বাড়িতে পূজা-কর্ম হচ্ছে। গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত। বলা হচ্ছে. ইন্ডাস্ট্রির আচার-আচরণের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ৩৪ বছরের অভিনেতার জীবনে কি ঘটেছিল সে সম্পর্কে পুলিশ তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৯ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে।