এবার উসকানিমূলক বক্তৃতার অভিযোগ, কাফিল খানকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2020 11:21 AM (IST)
এর আগে ১৩ ডিসেম্বর কাফিল খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়, তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় উসকানি দিচ্ছেন।
লখনউ: গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজের বিতর্কিত চিকিৎসক কাফিল খানকে ফের গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ে উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল রাত নটা নাগাদ মুম্বই বিমানবন্দরের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে ১৩ ডিসেম্বর কাফিল খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়, তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় উসকানি দিচ্ছেন। ও মাসে এএমইউ-তে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে একটি সভা হয়। সেখানে তিনি উসকানিমূলক বক্তৃতা দেন বলে অভিযোগ। এরপরই উত্তর প্রদেশ ছাড়েন কাফিল। তখন থেকে এসটিএফ খুঁজছিল তাঁকে। কাফিলের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, মুম্বইয়ের মুম্বই বাগে আজ এক বৈঠকে বসার কথা ছিল তাঁর। মুম্বই সেন্ট্রাল এলাকায় দিল্লির শাহিনবাগের ধাঁচে ২৬ তারিখ থেকে সিএএ ও এনআরসি বিরোধী সমাবেশ চলছে। ওই সমাবেশে সমর্থন জানাতে কাফিল মুম্বই এসেছিলেন। এরপরই গ্রেফতার হন তিনি। এই মুহূর্তে মুম্বই ও উত্তর প্রদেশ পুলিশ তাঁকে জেরা করছে। গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ২০১৭-র অগাস্টে অক্সিজেনের অভাবে ৭০টি শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় ওই হাসপাতালের চিকিৎসক কাফিল খানকে। তাঁকে বরখাস্ত করা হয়, দায়ের করা হয় মামলা।