উত্তর ২৪ পরগণা: ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন ধরে এদেশে বাস। বসিরহাটের স্বরূপনগর থেকে গ্রেফতার বাংলাদেশি। অভিযুক্তের সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা তদন্ত করছে স্বরূপনগর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা 'র'।
মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ছ’জনের গ্রেফতারির রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার ১৯৫ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার করা হল ওই বাংলাদেশি নাগরিককে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। অভিযুক্তের কাছ থেকে ২টি ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে। দু’টি আধার কার্ডে স্বরূপনগর ও দিল্লির দুটি আলাদা ঠিকানা রয়েছে।
ধৃত ব্যক্তি চারটি নাম ব্যবহার করত। এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে দাবি, মহম্মদ বদরুজ্জামান, বিলাস, বিলাল আহমেদ, রাসেদুল জামানের মতো নাম নিয়ে দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছে অভিযুক্ত।
তাহলে কি তাঁর কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল? তা-ই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা RAW এবিষয়ে খোঁজখবর নিচ্ছে।
ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
২টি ভুয়ো আধার কার্ড সহ ওপারে একাধিক অপরাধে অভিযুক্ত বাংলাদেশি গ্রেফতার বসিরহাটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2020 09:24 PM (IST)
ধৃত ব্যক্তি চারটি নাম ব্যবহার করত। এখানেই শেষ নয়। পুলিশ সূত্রে দাবি, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছে অভিযুক্ত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -