নয়াদিল্লি: স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের টানা অনলাইন প্রশিক্ষণের পর সুইডেনের রাজবধূ সোফিয়া করোনা লড়াইয়ে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী হলেন। ৩৫ বছরের সোফিয়া স্টকহোমের সোফিয়াহেম্মেট হাসপাতালে কাজ করছেন, এখানে সম্মানসূচক চেয়ার রয়েছে তাঁর নামে।
সুইডিশ রাজ পরিবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই সঙ্কটে রাজবধূ নিজেকে যুক্ত করতে চান, স্বাস্থ্যকর্মীদের বিশাল কাজের চাপ একটু কমাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজে যোগ দিতে চান তিনি। সোফিয়াহেম্মেট হাসপাতাল প্রতি সপ্তাহে ৮০ জনকে প্রশিক্ষণ দিচ্ছে চিকিৎসার সঙ্গে সম্পর্কহীন কাজকর্মের জন্য, যেমন রান্নাঘরের কাজ, ঘর, জামাকাপড় পরিষ্কার, সব কিছু জীবাণুমুক্ত করা ইত্যাদি, যাতে চিকিৎসক-নার্সদের ওপর চাপ অল্প হলেও কমে।
সুইডেনের রাজপুত্র কার্ল ফিলিপের স্ত্রী, ৩৫ বছরের সোফিয়া আগে মডেল ছিলেন, দুটি সন্তান রয়েছে তাঁর।
বৃহস্পতিবার পর্যন্ত সুইডেনে ১৭০ ডনের করোয়ায় মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১২,৫৪০। অন্যান্য ইউরোপীয় দেশের মত লকডাউনের কড়াকড়ি শুরু না করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বৈজ্ঞানিকরা সুইডিশ প্রশাসনের সমালোচনায় মুখর হয়েছেন।
করোনা লড়াইয়ে স্বেচ্ছাসেবক হলেন সুইডেনের রাজবধূ সোফিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 03:55 PM (IST)
সুইডেনের রাজপুত্র কার্ল ফিলিপের স্ত্রী, ৩৫ বছরের সোফিয়া আগে মডেল ছিলেন, দুটি সন্তান রয়েছে তাঁর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -