Swiss Bar Fire: বর্ষবরণের রাতে সুইৎজারল্যান্ডের একটি বারে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। আহত হয়েছেন প্রচুর মানুষ। কীভাবে আগুন লেগেছিল ওই বারে? সম্প্রতি তদন্তকারীরা জানিয়েছেন, সম্ভবত ওই বারের ছাদে ছিল ফোম- এর আস্তরণ। তার নীচে ছিল আগুনের ফুলকি। আর এর থেকেই বীভৎস ভাবে আগুন লেগেছিল ওই বারের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে, সেদিন ওই বারে যাঁরা পার্টি করছিলেন, তাঁদের হাতে ছিল শ্যাম্পনের বোতল। আর সেই বোতলের মুখে আগুনের ফুলকি (স্পার্কেল) লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, ওই বারের বেসমেন্টের ছাদ ছিল বেশ নিচু এবং সেখানে লাগানো ছিল সাউন্ডপ্রুফ ফোম জাতীয় জিনিস। তদন্তকারীদের অনুমান, শ্যাম্পেনের বোতলের মুখে দেখা যাওয়া আগুনের ফুলকি নিচু ছাদের ফোমের আস্তরণে লেগে গিয়েছিল কোনওভাবে। আর তার থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। নতুন বছরকে স্বাগত জানানোর আগেই শেষ হয়ে গিয়েছে ৪০টি তরতাজা প্রাণ। হইহুল্লোড় করার মাঝে কেউ টেরই পাননি যে মৃত্যুফাঁদ তৈরি হয়ে গিয়েছে ওই বারে। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় সুইৎজারল্যান্ডের ওই বারের ভিতরের যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে, গানের তালে সকলে নাচতে ব্যস্ত। তাঁদের হাতে শ্যাম্পেনের বোতল। আর সেই বোতলের মুখে লাগানো রয়েছে একটি এমন জিনিস (ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি কিংবা স্পার্কলিং স্টক) যা থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি। সেই আগুনের ফুলকি থেকে বারের বেসমেন্টের নিচু ফোমের আস্তরণযুক্ত সাউন্ডপ্রুফ ছাদে যা আগুন ধরে গিয়েছে, সেদিকে খেয়াল ছিল না কারওরই। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান, এই আগুনই ভয়াবহ আকার নেয়। দ্রুত ছড়িয়ে পড়ে। বারে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। ঝলসে মৃত্যু হয়েছে ৪০ জনের, আহত ১০০-র বেশি। গুরুতর চোট পেয়েছেন অনেকেই। বর্ষবরণের রাতে নতুন বছরকে স্বাগত জানাতে সুইৎজারল্যান্ডের ওই বারে আনন্দের উৎসবে শামিল হয়েছিলেন প্রচুর মানুষ। সেখানেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। 

Continues below advertisement