মুম্বই: আমার দেখা সেরা নারীবাদী অনুরাগ কাশ্যপ। ইনস্টাগ্রামে এই পোস্ট করলেন অভিনেত্রী তাপসী পান্নু। পায়েল ঘোষ অভিযোগ করেছেন, বছরকয়েক আগে অনুরাগ তাঁর শ্লীলতাহানি করেন। অনুরাগের পক্ষে দাঁড়িয়ে তাপসী বলেছেন এ কথা।


শুধু তাপসী নন, অভিনেত্রী স্বরা ভাস্করও দাঁড়িয়েছেন অনুরাগের পাশে। তাঁর বক্তব্য, যৌন হেনস্থা সব সময়েই অপরাধ, আইন মেনে তদন্ত হওয়া উচিত। কিন্তু কাঠুয়া, সেঙ্গার ও চিন্ময়ানন্দের সমর্থকদের হইচই মেনে নেওয়া যায় না।


অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনুরাগকে রকস্টার হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, নারী সশক্তিকরণ চালিয়ে যাও, তাদের জন্য যে নিরাপত্তা তৈরি কর, তা করতে থাক। আমাদের মেয়ের মধ্যে এটা দেখতে পাই। পৃথিবীতে সততা আর অবশিষ্ট নেই, গোটা বিশ্ব মস্তিষ্কহীন, হেরোয় ভর্তি, যারা অন্যের কণ্ঠস্বর ডুবিয়ে দিতে চায়।


অভিনেত্রী টিস্কা চোপড়ারও দাবি, অনুরাগ মেয়েদের নিয়ে যে ধরনের ছবি করেন, তা একবার দেখলেই বোঝা যায়, তিনি লিঙ্গ নির্বিশেষে প্রতিভাকে তুলে ধরেন।


অনুরাগ কাশ্যপের সঙ্গে একাধিক ছবি ও ওয়েব সিরিজ করেছেন রাধিকা আপ্তে। তিনি লিখেছেন, অনুরাগ তাঁর ঘনিষ্ঠতম বন্ধু, তাঁর সাহচর্যে সব সময় নিরাপদ বোধ করেন তিনি।


চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহাও বলেছেন, মিটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, তার যেন কোনওভাবেই অপব্যবহার না হয়।


আবার হংসল মেহতা একাধিক টুইটে লিখেছেন, অনুরাগকে তিনি ১৯৯৬ থেকে চেনেন, অনুরাগ বিদ্রোহী, নিজের মত প্রকাশ করেন। সিনেমা আর বন্ধুত্ব নিয়ে সব সময় প্যাশনেট। নিজস্ব মতামত আছে, সে ব্যাপারে তাঁদের মতবিরোধ হয়। কিন্তু তাতে তাঁদের বন্ধুত্ব শেষ হয়নি। ২৪ বছর কেটে গিয়েছে, একইরকম রয়েছে সম্পর্ক।