মুম্বই: জনপ্রিয় টিভি শো তারক মেহতা কা উল্টা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashmah)-র লেখক অভিষেক মাকওয়ানা আত্মহত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবার দাবি করেছে, তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল।


জানা গিয়েছে, গত মাসের ২৭ তারিখ মুম্বইয়ের ফ্ল্যাটে অভিষেকের দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে আর্থিক সঙ্কটের উল্লেখ করেন তিনি। পরিবার সূত্রে খবর, অভিষেক সাইবার জালিয়াতির শিকার হন। নানা লোক ধার শোধের দাবি করে ফোনে হুমকি দিচ্ছিল তাঁকে। তাঁর ভাই জেনিস জানিয়েছেন, অভিষেকের মৃত্যুর পর এই আর্থিক সমস্যা নিয়ে তিনি জানতে পারেন, কারণ এবার তাঁকে ফোনে হুমকি দেওয়া শুরু হয়েছে। ফোন আসছে বাংলাদেশ, মায়ানমার ও ভারতের বিভিন্ন রাজ্যে রেজিস্টার্ড নম্বর থেকে।

জেনিস আরও জানিয়েছেন, ভাইয়ের ইমেল ঘেঁটে তিনি বুঝেছেন, অভিষেক প্রথমে একটা ছোট অঙ্কের ঋণ নেন কোনও একটা ইজি লোনস অ্যাপ থেকে, যাদের সুদের হার অত্যন্ত চড়া। এরপর অভিষেক আর ঋণের আবেদন না করলেও তারা ছোট ছোট অঙ্কে টাকা পাঠাতেই থাকে। এই সংস্থার সুদের হার ৩০ শতাংশ।

তদন্তের দায়িত্বে থাকা চারকপ পুলিশ স্টেশন জানিয়েছে, একটি মামলা রুজু করেছে তারা, যে সব নম্বর থেকে হুমকি ফোন আসছিল, সেগুলি তাদের দিয়েছে অভিষেকের পরিবার। মৃতের ব্যাঙ্ক লেনদেন নিয়েও তদন্ত শুরু হয়েছে।