তাইপেই: এক মাসের উপর এমন দিন আসেনি। প্রতিদিনই তাইওয়ানে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। অবশেষে দ্রুত পদক্ষেপ ও কড়া সতর্কতা নেওয়ার ফল পেল তাইওয়ান। মঙ্গলবার নতুন করে কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল না তাইওয়ানে।
শুরু থেকেই করোনা-যুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তাইওয়ান। ৩১ ডিসেম্বর থেকেই চিনের উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই স্ক্রিনিং করছিল তারা।
এখনও অবধি, ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাইল্যান্ডে। ৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩৩৮জনই বাইরে থেকে করোনা সংক্রমণ নিয়েই সেখানে এসেছিলেন। আর নতুন করে করোনা-সংক্রমণ না ধরা পড়ায়, সে-দেশের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং বলেছেন, আশা করি করোনা-সংক্রমণ কেটে গেছে।
তাইওয়ানে ৯ মার্চও করোনা-আক্রান্ত নতুন কোনও রোগীর সন্ধান মেলেনি। এরপর আবার বাইরে থেকে আসা মানুষদের মারফত করোনা ছড়াতে শুরু করে। আবার এতদিন পরে এমন একটা দিন দেখল তাইওয়ান, যেদিন নতুন কোনও সংক্রমণের খবর মিলল না।
নতুন করোনা-সংক্রমণ নেই, মাসাধিক কাল পেরিয়ে এমন দিন দেখল তাইওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2020 01:59 PM (IST)
করোনা-যুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তাইওয়ান। ৩১ ডিসেম্বর থেকেই চিনের উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই স্ক্রিনিং করছিল তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -