কলকাতা: বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতিতে। আর এই আবহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতের সফর নিয়ে আঁটোসাটো নিরাপত্তা। দুই দিনের বঙ্গ সফরে কোথায় কোথায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এক নজরে দেখে নিন সফরসূচি। ◾আজ রাত সাড়ে ১১টায় অমিত শাহর কলকাতা বিমানবন্দরে নামার কথা। রাতে থাকবেন নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে। ◾শনিবার সকাল পৌনে ১০টায় এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক।  এদিন সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দর জন্মভিটে-তে যাবেন তিনি। ◾বিবেকানন্দর মা-বাবার ঘর দেখবেন, শিব মন্দির দেখবেন, এরপর অমিত শাহ-কে উপহার হিসেবে শাল এবং বিবেকানন্দর বই দেওয়া হবে, চা এবং ড্রাই ফ্রুটের ব্যবস্থা করা হয়েছে। ◾এরপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাবেন মেদিনীপুর তিনি। ◾বেলা ১২টা ১৫ নাগাদ মেদিনীপুরের হেলিপ্যাডে নামবেন অমিত শাহ। ◾সেখান থেকে সিদ্ধেশ্বরী মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ◾পুজো দেওয়ার পর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তি মাল্যদান করবেন অমিত শাহ। ◾সেখান থেকে মেদিনীপুর ব্লকের কর্ণগড়ে, দেবী মহামায়া মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ◾দুপুর ২টো ১৫ নাগাদ মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে তফশিলি জাতির প্রতিনিধি ঝুনু সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত। মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে অমিত শাহ। ◾এরপর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর রাজনৈতিক সভা রয়েছে। ◾বিকেল ৩.৪০-এ মেদিনীপুর থেকে হেলিকপ্টারে কলকাতায় পৌঁছবেন তিনি। ◾রাতে বালিগঞ্জের পার্ক লেনে এবং ওয়েস্ট ইন হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহের ◾রবিবার অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে। সকালে ১০টা ৫০ নাগাদ তাঁর হেলিকপ্টারে বীরভূমে যাওয়ার কথা। বেলা ১১টা নাগাদ বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ◾দুপুর ১টা নাগাদ বীরভূমের পারুলডাঙায় এক বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ। ◾২টো থেকে ৪টে পর্যন্ত রোড শো। হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো-য়ে অংশ নেবেন অমিত শাহ। ◾এরপর বোলপুরেই সাংবাদিক বৈঠক করবেন তিনি। অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।