টালা সেতু বন্ধ, যানজট মোকাবিলায় নতুন লেভেল ক্রসিং ও রাস্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2020 03:04 PM (IST)
পুলিশ জানিয়েছে, লকগেট উড়ালপুল ধরে এবার থেকে দক্ষিণমুখী গাড়ি যাবে।
কলকাতা: টালা সেতু বন্ধ হওয়ার জেরে যানজট মোকাবিলায় ফের একদফা ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। আজ থেকে চালু হল লকগেট উড়ালপুল সংলগ্ন নতুন লেভেল ক্রসিং ও রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আসা গাড়ি চিৎপুর ব্রিজ ও লকগেট ব্রিজের আগে লেভেল ক্রসিং রোড দিয়ে কাশীপুর রোড, চিড়িয়া মোড় হয়ে বিটি রোডের দিকে যাবে। বাস বা বড় গাড়ি এই রাস্তা চলাচল করবে। পুলিশ জানিয়েছে, লকগেট উড়ালপুল ধরে এবার থেকে দক্ষিণমুখী গাড়ি যাবে। চিৎপুর ব্রিজ ধরে উত্তরমুখী গাড়ি চলাচল করবে। এর ফলে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে যানজট কমবে। বেলগাছিয়া রোডে গাড়ির চাপও এভাবে কমানো যাবে বলে মনে করা হচ্ছে।