কাবুল: প্রতিশ্রুতির একেবারে উল্টোপথে হাঁটছে তালিবান(Taliban) । জেল থেকে ছাড়া পেয়েই মহিলা বিচারপতিদের বাড়িতে হানা দিচ্ছে জঙ্গিরা। সম্প্রতি 'রয়টার্স'কে এক সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন আফগানিস্তানের (Afghanistan) এক মহিলা বিচারক। কোনওক্রমে আফগানিস্তান ছেড়ে ইউরোপে আশ্রয় নিতে পেরেছেন তিনি।


আশ্রয়স্থল সম্পর্কে জানাতে অনিচ্ছুক ওই মহিলা বলেছেন, ''চার থেকে পাঁচজন তালিবান জঙ্গি আমার বাড়িতে এসেছিল। তারা জানতে চায়, আমি এখন কোথায় আছি। এক সময় বিচারক হিসাবে এদের সাজা শুনিয়েছিলাম আমি।'' নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা 'রয়টার্স'কে জানিয়েছেন, তালিবান দেশে ক্ষমতায় আসার পরই ছেড়ে দেওয়া হয়েছে ওই জঙ্গিদের। বেছে বেছে এখন মহিলা বিচারকদের খুঁজে বেড়াচ্ছে তারা।


আফগানিস্তানের (Afghanistan) সাম্প্রতিক পরিস্থিতি বলছে, বর্তমানে দেশে ২৫০ জন মহিলা বিচারক রয়েছেন। যাদের মধ্যে কেবল কিছু মহিলাই আফগানিস্তান থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে পেরেছেন। বেশিরভাগ মহিলা বিচারকই এখনও আটকে রয়েছেন দেশে।যাদের 'উদ্ধার' করতে সাহায্যের হাতি বাড়িয়ে দিয়েছেন তাদের আন্তর্জাতিক সহকর্মী ও সামজকর্মীরা।ইতিমধ্যেই তাদের আফগানিস্তান থেকে নিয়ে আসতে নিজেদের পরিচিতি কাজে লাগাচ্ছেন তাঁরা।এই বিষয়ে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন সমাজকর্মীরা।


মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার কথা ঘোষণা করতেই দেশ দখলের পথে নামে তালিবান জঙ্গিরা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে নেয় তালিবান। প্রেসিডেন্ট আশরফ ঘনি দেশ ছেড়ে পালাতেই তালিবানি পতাকা উড়তে শুরু করেছে প্রায় সর্বত্র।আফাগানিস্তানে দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় এসেই নারী স্বাধীনতার কথা বলে তালিবান। পুরুষ ছাড়া মহিলাদের একা হিজাব পরে বাইরে যাওয়ার অনুমতি দেয় তারা। শরিয়া মেনে মহিলাদের পড়াশোনা তথা কাজে যাওয়ার কথা শোনা যায় তালিবানের মুখে।


যদিও কিছুদিনের মধ্যেই ভোল বদলে ফেলে তালিবান মুখপাত্র। নিজেই এই সময়ে মহিলাদের ঘরে থাকার পরামর্শ দেয় সে। তালিবানের তরফে বলা হয়, মহিলাদের সম্মান দেওয়ার জন্য এখনও পুরোপুরিভাবে প্রশিক্ষিত হয়নি তালিবান 'যোদ্ধারা'। তাই বাইরে বেরোলে তালিবানের হেনস্থার শিকার হতে পারেন, তাই মহিলাদের ঘরে থাকার কথা বলে তালিবান মুখপাত্র।


আফগানিস্তানের অতীত বলছে, আগে মহিলা বিচারপতিদের হাই প্রোফাইল টার্গেট বানিয়েছিল তালিবান। জানুয়ারিতেই সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতি খুন হন দেশে। সেই সময় অবশ্য খুনের পিছনে তাদের হাত নেই বলে সাফাই দিয়েছিল তালিবান।যদিও এখন জেল থেকে মুক্তি পেয়েই মহিলা বিচারপতিদের নিশানা করেছে জঙ্গিরা।


আরও পড়ুন : তালিবান সরকারের প্রধানের পদে মোল্লা বরাদর


আরও পড়ুন : Indian Army Update: বালাকোটের মতো মিশনের জন্য প্রস্তুতি ! ভারতীয় সেনায় আসছে ১০০-রও বেশি 'SkyStriker' drones