ফোনে কথা বলতে বলতে সাপের উপর বসে পড়লেন মহিলা! মৃত্যু হল কামড়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2019 12:26 PM (IST)
গীতা খেয়ালই করেননি খাটের উপর ওত পেতে আছে বিষধর সাপ। সেই সাপের কামড়েই সংজ্ঞা হারান তিনি।
গোরক্ষপুর: ফোনে কথা বলতে বলতে বহু দুর্ঘটনাই প্রাণ কেড়ে নিয়েছে অনেকের। কিন্তু এ ধরনের ঘটনা সত্যিই বিরল। ফোনালাপে ব্যস্ত মহিলা বেখেয়ালে বসে পড়লেন বিষধর সাপের উপর। তারপর অনিবার্যভাবেই সর্পদংশন ও তার জেরে মৃত্যু। গীতা নামের এক মহিলা ফোনে কথা বলছিলেন তাঁর থাইল্যান্ডবাসী স্বামীর সঙ্গে। সেই সময়ই তাঁর ঘরে ঢুকে পড়ে এক জোড়া সাপ। ফোনে কথা বলতে গিয়ে গীতা খেয়ালই করেননি খাটের উপর রয়েছে বিষধর সাপ। সেই সাপের কামড়েই সংজ্ঞা হারান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় তাঁর। পরে বাড়ির লোকেরা সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলে।