বেলগাছিয়া স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ, বন্ধ মেট্রো চলাচল
Web Desk, ABP Ananda | 12 Sep 2019 09:52 AM (IST)
সকাল ৯টা ২৪ মিনিটে বেলগাছিয়া স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ। উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ।
কলকাতা: সকালের ব্যস্ত সময়ে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল ৯টা ২৪ মিনিটে বেলগাছিয়া স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ। উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ। এর আগে এই সপ্তাহের প্রথম দিনই সেন্ট্রাল স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে সাময়িক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। আধঘণ্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।