মুম্বই: দেশের একমাত্র এয়ারক্র্যাফ্ট কেরিয়ার আইএনএস বিক্রমাদিত্য-তে আগুন। নৌসেনার তরফে জানানো হয়েছে, এদিন সকালে বিমানবাহী রণতরীতে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, যেখানে নাবিকরা থাকেন, সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 


সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়েন কর্মীরা। অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। নৌসেনার তরফে জানানো হয়েছে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। রণতরীরও কোনও বড় ক্ষতি হয়নি। 


বর্তমানে জাহাজটি রয়েছে কর্ণাটকের কারওয়ার বন্দরে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 


২০১৩ সালে রাশিয়া থেকে এই বিমানবাহী রণতরী কেনে ভারত। এটি রুশ-নির্মিত কিয়েভ শ্রেণির বিমানবাহী রণতরী। এতে প্রচুর আধুনিকীকরণ করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। 


আইএনএস বিক্রমাদিত্যর দৈর্ঘ্য ২৮৪ মিটার, সর্বাধিক প্রস্থ ৬০ মিটার। তিনটি ফুটবল মাঠ পরপর বসালে যতটা দৈর্ঘ্য হবে, এই জাহাজটি ততটাই লম্বা। 


এর উচ্চতা প্রায় ২০ তলা বাড়ির সমান। জাহাজে রয়েছে ২২টি ডেক। একসঙ্গে প্রায় ১৬০০ জনের থাকার সংস্থান রয়েছে এই জাহাজে।