সোনার দোকানগুলির মধ্যে জনপ্রিয় দোকান এটি। সর্বক্ষণই ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কিন্তু এদিনের সকাল যেন অপ্রত্যাশিত। দুঃস্বপ্নও বলা চলে। সপ্তাহের শুরুতে দোকান খুলতেই ঢুকে পড়ে একদল ডাকাত। হাতে আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা কর্মীদের উপর প্রথমে চড়াও হয়ে বেঁধে রাখে তাদের। এরপর গ্রাহক ও কর্মীদের হাত তুলতে বলে সব গয়না সাফ করে তারা। মুহূর্তের মধ্যে যেন ঝড় বয়ে যায় দোকানটিতে।
প্রকাশ্য দিনের আলোয় এমনভাবে ডাকাতির ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। বিহারের তনিশক-এর মতো ব্র্যান্ডের দোকানে এই লুঠের ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সশস্ত্র ব্যক্তিরা গ্রাহক ও কর্মীদের হাত তুলতে বলে এবং চুরি হওয়া জিনিসপত্র ব্যাগে ভরে পালিয়ে যায়।
শোরুমের ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয়ের মতে, চোরেরা নগদ টাকা, সোনার গয়না যেমন চেইন, নেকলেস এবং চুড়ি, পাশাপাশি কিছু হিরের টুকরো সহ প্রচুর পরিমাণে জিনিসপত্র লুঠ করে নিয়ে গেছে। নিরাপত্তাকর্মীর কথায়, '৫ থেকে ৬ জন ডাকাত একটি গাড়িতে করে এসেছিল। সেই গাড়িটিকে রাস্তায় দাঁড় করিয়েছিল। শোরুমের নীতি অনুযায়ী, আমরা একসঙ্গে চার জনের বেশি ঢুকতে দেই না। তবে ওঁরা প্রথমে আমার মেরেছিল। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে আমার হাতের বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর আবার মেরে নিচে ফেলে দেয়। তারপর দোকানে ঢুকে গয়না নিয়ে পালিয়ে যায়।'
দোকানের কর্মচারী রোহিত কুমার মিশ্র সংবাদসংস্থা আইএনএস-কে বলেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও বিশৃঙ্খল হয়ে উঠলে কর্মীরা তাদের জীবন বাঁচাতে কাউন্টারের পিছনে লুকিয়ে পড়েন।
আরও পড়ুন, কলকাতায় ২ দিন থেকেই ওষ্ঠাগত প্রাণ! 'মুম্বই বেস্ট' মহিলার পোস্টে বিতর্ক তুঙ্গে
এরপরই ভোজপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট সকল স্টেশন প্রধানদের যানবাহন তল্লাশির নির্দেশ দেন। অপরাধীদের শনাক্ত করতে জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিসিটিভি ফুটেজ এবং ছবি প্রচার করা হয়। এই অভিযানের সময়, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দোরিগঞ্জের দিকে দ্রুত গতিতে আসতে দেখা যায়।
অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষে দুজন আহত হয় এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ দুটি পিস্তল, ১০টি কার্তুজ, তনিশক শোরুম থেকে চুরি যাওয়া গয়না এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে