ঢাকা: কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি খুনে, শনিবার শোকদিবস পালনের ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ওইদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানালেন তিনি। 

Continues below advertisement

ছাত্রনেতা খুনে উত্তাল বাংলাদেশ। এই অস্থির আবহে দেশে ফিরছেন খালেদা-পুত্র? বাংলাদেশের অশান্ত আবহে BNP নেতার প্রত্যাবর্তন? বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ফেব্রুয়ারির নির্বাচনের আগে আগামী ২৫ ডিসেম্বর, দেশে ফেরার পরিকল্পনা করছেন BNP নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 

প্রথম আলোর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন খালেদা-পুত্র। ২০০৭ সালে গ্রেফতার ও পরের বছরই জেলমুক্তির পর থেকে চিকিৎসার জন্য গোটা পরিবারসহ ব্রিটেনে চলে যান তারক রহমান। সেই থেকে লন্ডনেই কার্যত নির্বাসিত জীবনযাপন করছেন তিনি।                                            

Continues below advertisement

এদিকে খালেদা-পুত্রের প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে BNP শিবিরে বিশেষ প্রস্তুতি। আসন্ন নির্বাচনে দলের প্রচারেও তিনি বিশেষ ভূমিকা নিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বাংলাদেশের ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন BNP চেয়ারপার্সন খালেদা জিয়া। সব মিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। 

নির্বাচনের আগে কোটা আন্দোলনের নেতা ওসমান হাদি হত্যায় ফুটছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকা। তিনি বলেন, 'শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার।' ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার এক দিনের 'জাতীয় শোক দিবস' পালন করা হবে বাংলাদেশে। এর পাশাপাশি 'এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে' বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, 'হাদির মৃত্যু বাংলাদেশের গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ছিলেন হাদি।' এই আবহে দেশবাসীর উদ্দেশে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।