পুরীর মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে মানুষের অগণিত বিশ্বাস। ভক্তদের বিশ্বাস, সারা দেশের মানুষের জন্য কোনও সঙ্কট অপেক্ষা করলে , সবার আগে কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে পুরীর মন্দিরে। এবার যে ঘটেছে, সেই ভিডিও এখনই ভাইরাল।  তবে কি বড় কোনও বিপদের সংকেত? একটি ভাইরাল ভিডিওয় নজর পড়তেই ছ্যাঁৎ করে উঠেছে বুক !  হঠাৎই দেখা গিয়েছে ভয়ঙ্কর কিছু, যা কেউই সহজ ভাবে নিতে পারছেন না। 

Continues below advertisement

শুক্রবার পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে একটি ঈগলকে চক্কর কাটতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয়রা এটিকে কোনও অশুভ ভবিষ্যদ্বাণী মনে করছেন।  কেউ কেউ এটিকে ঈশ্বরের পাঠানো সঙ্কেত মনে করছেন।   কেউ কেউ একটি সতর্কীকরণ বলে মনে করছেন। তবে মন্দিরের কর্মকর্তারা বলছেন, এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা। এই সব কিছু মিলিয়ে  মানুষ  এখন আশঙ্কায় , মনে প্রশ্ন এটি কোনও অশুভ লক্ষণ নয় তো ?  

সম্প্রতি, জগন্নাথ মন্দিরের উপর দিয়ে ঈগল উড়ে যাওয়ার এই ভিডিওটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অনেক পাখি নীলচক্রের উপর দিয়ে উড়ছে। 

Continues below advertisement

ভবিষ্য মালাইকা গ্রন্থ অনুসারে, মন্দিরের পতাকার খুঁটিতে ঈগলের মতো পাখির বারবার উপস্থিতি প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের মতো বড় সঙ্কটের ইঙ্গিত দিতে পারে। এটি অস্বাভাবিক শোনাতে পারে। এই ভবিষ্য মালাইকা একটি গ্রন্থ। লোক মুখে প্রচলিত ,  ১৪০০ শতকে ভগবান জগন্নাথের নির্দেশনায় পাঁচজন ওড়িশা সন্ত এটি লেখেন।  মূলত তালপাতার উপর লেখা হয়ে ছিল ভবিষ্যৎ মালাইকা । কেউ কেউ মন্দিরের উপর দিয়ে ঈগলের ঘোরাঘুরিকে অশুভ লক্ষণ বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে শুভ বলে মনে করেন। কারণ অনেক ভক্ত আবার ঈগলের সঙ্গে ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের মিল পান।  তাঁরা বিশ্বাস করেন, এই পাখিরা মন্দিরে শুভ লক্ষণ এবং আশীর্বাদ নিয়ে আসে।            

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।