কলকাতা: লাগাতার মূল্যবৃদ্ধি ডিজেলের। এই পরিস্থিতিতে ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৫০ টাকা করার দাবি তুলল কয়েকটি ট্যাক্সি ইউনিয়ন।
ন্যূনতম ভাড়া না বাড়ালে ১৫ জুলাই থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার কথা বলেছে বিটিএ-সহ ৩টি সংগঠন। যদিও,এখনই ধর্মঘটের পথে না হেঁটে বাসের মতোই রেগুলেরটরি কমিটির কাছে বিষয়টি পাঠানোর দাবি প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়ন-সহ ২টি সংগঠনের।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশে প্রথমবার ডিজেলের মূল্য ছাড়িয়েছে লিটারে ৮০ টাকা। এই নিয়ে টানা ১৯ দিন বাড়ল ডিজেলের দাম। দেশের রাজধানী দিল্লিতে, ডিজেলের দাম লিটারে ৮০ টাকা পার করল। দেশের ইতিহাসে এই প্রথম এমনটা হল। এদিন দিল্লিতে লিটারপ্রতি ডিজেলের দাম ১৪ পয়সা বেড়ে হয়েছে ৮০.০২ টাকা।
একইভাবে, কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮.৩১ টাকা ও ৯.৫৬ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।
ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা! দাবি না মানলে ধর্মঘট, ঘোষণা একাধিক সংগঠনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 06:29 PM (IST)
কলকাতায় গত ১৯ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮.৩১ টাকা ও ৯.৫৬ টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮১.৬১ টাকা ও ৭৫.১৮ টাকা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -