বেজিং: বর্তমানে প্রচলিত ওষুধপত্র নয়, বরং চিরাচরিত ওষুধ দিয়েই করোনা মোকাবিলা করেছে চিন। দেশের ৯২ শতাংশ করোনা রোগীকে এই সব ওষুধ দিয়ে চিকিৎসা করেছে তারা। তাদের স্টেট কাউন্সিল ইনফর্মেশন অফিস শ্বেতপত্র প্রকাশ করে এ কথা জানিয়েছে।
শুধু ওষুধ প্রয়োগই নয়, করোনা রোগীদের গোটা চিকিৎসাই চলেছে হাজার হাজার বছর ধরে চলে আসা রোগ নির্ণয় ও চিকিৎসার পদ্ধতি মেনে। হালকা সংক্রমিত থেকে মাঝারি, যাঁদের অবস্থা গুরুতর এবং অত্যন্ত গুরুতর, তাঁদের সকলের চিকিৎসা দেশজুড়ে হয়েছে চিনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি মেনে। যদিও অস্বাভাবিক দ্রুত হারে ছড়িয়ে পড়া করোনা জীবাণুর ওপর চিরাচরিত চিনা ওষুধপত্র কতটা কার্যকরী, তা নিয়ে চিকিৎসকদের মনে অত্যন্ত সন্দেহ রয়েছে।
শ্বেতপত্রে অবশ্য দাবি করা হয়েছে, চিনে সর্বাধিক করোনা সংক্রমণ যে প্রদেশে, সেই হুবেইয়ের ৯০ শতাংশের বেশি রোগীকে চিরাচরিত ওষুধ দিয়েই চিকিৎসা করা হয়েছে। তা নাকি ফলপ্রসূও হয়েছে।
করোনা চিকিৎসায় চিরাচরিত ওষুধ ব্যবহার করেছে চিন, জানাল শ্বেতপত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 07:56 AM (IST)
যদিও অস্বাভাবিক দ্রুত হারে ছড়িয়ে পড়া করোনা জীবাণুর ওপর চিরাচরিত চিনা ওষুধপত্র কতটা কার্যকরী, তা নিয়ে চিকিৎসকদের মনে অত্যন্ত সন্দেহ রয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -