হাথরস: হাথরস  গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। সরব নেটিজেনরা। এ কোন সমাজে আমরা বাস করছি সে প্রশ্নও তুলেছেন অনেকে। এরই মধ্যে এ ধরনের ঘটনা বন্ধ করার উপায় বাতলালেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। তাঁর পরামর্শ মেয়েদের সুশিক্ষা দিলেই থামতে পারে হাথরসের মতো কাণ্ড।

গণধর্ষণে নির্যাতিতার মৃত্যু ও যোগী সরকারের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ঘিরে লাগাতার সংবাদ শিরোনামে হাথরস। সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংহ পরামর্শ দিয়েছেন, সংস্কারই সমাজ থেকে এই রোগ দূর করতে পারে। এমনকি, সরকার বা পুলিশের পক্ষে এই শ্লীলতাহানি বা ধর্ষণের মতো ঘটনা বন্ধ করা সম্ভব নয়। তা হতে পারে একমাত্র মেয়েরা সংস্কারী হলে। কীভাবে চলা ফেরা, আচার আচরণ করা উচিত, তা যুবতী মেয়েদের শেখানো হোক যাতে তাঁরা শালীন হতে পারেন। আসলে মেয়েদের সে ভাবে শিক্ষা দেওয়া হয় না। একমাত্র সুশিক্ষা, মূল্যবোধ এই ধরনের ঘটনা বন্ধ করতে পারে। প্রত্যেক বাবা মায়ের উচিত তাঁদের মেয়েকে ভাল শিক্ষা দেওয়া। সরকার ও সুশিক্ষার মেলবন্ধনে একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারে।


বিজেপি বিধায়কের এই ধরনের মন্তব্যের পরে বিরোধীদের মতে, শুধু মেয়েদের কেন, পুত্রসন্তানকে শেখানো উচিত মেয়েদের সম্মান করা। সেই শিক্ষাই আদতে নারী নিগ্রহের মতো ঘটনা কমাতে পারে।