কলকাতা: লকডাউন। তাই ছোট থেকে বড়, সব পড়ুয়াদেরই চলছে অনলাইন কোচিং। তার জন্য ইন্টারনেট কানেকশন অত্যন্ত জরুরি। সে ছাত্রর কাছেই হোক কিংবা শিক্ষকের কাছে, ইন্টারনেট কানেকশন ভাল থাকতেই হবে। কিন্তু সব জায়গায় নেটওয়ার্কের গতি তেমন ভাল নয়। তাবলে কী বন্ধ থাকবে পড়া ? মোটেই নয়। দেখুন, ছাত্রদের পড়াবেন বলে কী করলেন এই শিক্ষক।


কলকাতার নামি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুব্রত পতি। ইতিহাসের শিক্ষক। দেশের এই সঙ্কটকালে পরিবারের কাছেই থাকতে চান। তাই তিনি এখন বাঁকুড়া জেলায় তাঁর দেশের বাড়িতে। কিন্তু অনলাইনে ক্লাসও নিতে হবে। সেখানেই বিপত্তি। নেটওয়ার্কের সিগন্যাল পেতে বাড়ির পাশের উঁচু এক গাছে মাচা বেঁধেছেন তিনি। সেখানেই বসিয়েছেন টেম্পোরারি ক্লাস। মাচার উপরে বসে খোলা আকাশের নীচে বসেই ছাত্র পড়াচ্ছেন, তৈরি করছেন নোটস।

খাবার-দাবার? সেটুকু গুছিয়ে নিয়েই গাছের উপরে ক্লাসরুমে গুঁড়ি বেয়ে উঠে পড়ছেন তিনি। আর পড়ুয়ারাও দারুণ খুশি শিক্ষকের পড়ানোয়। খুশি স্কুল কর্তৃপক্ষও।