হায়দরাবাদ: উপচে পড়া ভিড় বা বিশেষ কোনও রাজনৈতিক উক্তি নয়, হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় নজর কাড়লেন এক তরুণী। মোদির নজর কাড়তে আলোর টাওয়ারে উঠে পড়লেন তিনি। তাতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল সভাস্থলে। পরিস্থিতি এমন হয় যে, ভাষণ থামিয়ে ওই তরুণীর কাছে আকুতি জানাতে শোনা গেল মোদিকেও। (Telangana Assembly Elections 2023)
হায়দরাবাদে বিজেপি-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মোদি। জনসভায় তিনি যখন বক্তৃতা করছেন, সেই সময় আলোর টাওয়ারে উঠে পড়েন এক তরুণী। পিঠে ব্যাগ নিয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকেন তিনি। এর ফলে সভাস্থলে হুলুস্থুল শুরু হয়ে যায়। ঘটনা দেখে মাঝপথে ভাষণ থামিয়ে দেন মোদিও।
এর পর ওই তরুণীকে নেমে আসতে আকুতি জানাতে থাকেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, “নীচে নেমে আসুন আপনি। চোট লেগে যাবে। এটা মোটেই ভাল হচ্ছে না। আমি আপনার পাশে আছি। অনুরোধ করছি, নীচে নেমে আসুন। আমি আপনার কথা শুনব। ওখানে তার খোলা আছে। শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এমন করলে সব ঠিক হয়ে যাবে না। আমি আপনাদের জন্যই এখানে এসেছি। দয়া করে নীচে নেমে আসুন।”
আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে বিপত্তি উত্তরাখণ্ডে, ধ্বংসস্তূপে আটকে ৩৬ শ্রমিক
শনিবার আর একটি জনসভাতেও বিরল দৃশ্য চোখে পড়ে। মঞ্চে কান্নায় ভেঙে পড়েন মাদিগা সংরক্ষণ পোরাতা সমিতির নেতা মান্দা কৃষ্ণ মাদিগা। কাঁধে হাত রেখে তাঁকে শান্ত করার চেষ্টা করেন মোদি। এই মাদিগারা মূলত দলিত সম্প্রদায়ের মানুষ। চর্মশিল্প এবং সাফাইয়ের কাজে নিযুক্ত তাঁরা। মোদির সামনেই ভেঙে পড়েন কৃষ্ণ মাদিগা।
ভোটমুখী তেলঙ্গানায় এই মাদিগা ভোটব্যাঙ্কই দখল করতে চাইছে বিজেপি। সেখানে প্রচারে গিয়ে ফের ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে’র বার্তা প্রচার করেন মোদি। তেলঙ্গানায় ভোটগ্রহণ আগামী ১০ দিনের মাথাতেই। প্রত্যেক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। সেখানে ভারত রাষ্ট্র সমিতি এবং কংগ্রেসকে দলিত-বিরোধী বলে আক্রমণ করেন মোদি। কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরকে নির্বাচনে জিততে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।