হায়দরাবাদ: তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিজের রাজ্যে চলতি লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পর আরও ২ সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দিলেন। প্রথমে শোনা যায়, তিনি গোটা মে মাসটা লকডাউন বহাল রেখে ৩ জুন পর্যন্ত চালিয়ে যাওয়ার পক্ষপাতী। বিসিজি রিপোর্টে ভারতে ৩ জুন অবধি লকডাউন অব্যাহত রাখলে ভাল হবে বলে অভিমত জানানো হয়েছিল। সেই সুপারিশই তিনি মানছেন বলে শোনা যায়।যদিও সরকারিভাবে কিছু জানা যায়নি। পরে তাঁর কার্য্যালয় থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী ১৫ এপ্রিলের পর আরও দুটো সপ্তাহ লকডাউন বহাল রাখার পক্ষে। যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।
কেসিআর বলেছেন, লকডাউন করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একমাত্র অস্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করেছেন তিনি, যাতে রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। তাঁর বক্তব্য, অর্থনীতির হাল ফেরানো যায়, কিন্তু জীবন চলে গেলে তাকে ফেরানো যায় না। একদিকে দুর্বল চিকিত্সা পরিকাঠামো, আরেকদিকে বিরাট কর্মীবাহিনী। আমরা এই রোগটাকে চলতে দিতে পারি না।
সোমবার কেসিআর তেলঙ্গানায় করোনাভাইরাস মোকাবিলায় অংশগ্রহণকারী স্বাস্থ্য়কর্মীদের জন্য় ১০ শতাংশ বিশেষ ইনসেনটিভ বা উত্সাহ ভাতা ঘোষণা করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের ঘোষণা অনুসারে তেলঙ্গানায় এখনও পর্যন্ত ৩২১টি করোনাভাইরাস পজিটিভ হওয়ার ঘটনা সামনে এসেছে। মারা গিয়েছেন সাতজন। তবলিগি জামাতের দিল্লির নিজামুদ্দিনের সমাবেশ থেকে ফেরা লোকজনের মাধ্য়মে সংক্রমণ ছড়ানোর ঘটনা তেলঙ্গানাতেও হয়েছে। অন্তত ২৪৩ জন করেনাভাইরাস রোগী হয় মারকাজ নিজামুদ্দিনের ধর্মীয় সভায় হাজির ছিল বা সেখানে অংশগ্রহণকারী কারও সংস্পর্শে এসেছিল।