বেঙ্গালুরু: বিমানবন্দরে দাঁড়িয়ে বিমান। হঠাৎ এসে ধাক্কা মারল টেম্পো। পরিস্থিতি এমন দাঁড়াল যে, বিমানের নীচে আটকেই গেল টেম্পোটি। মাথার অংশ দুমড়ে গেলেও, কোনও মতে টেম্পোটিকে এগিয়ে নিয়ে যেতে পারলেন না চালক। বেঙ্গালুরু বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে, যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। টেম্পো চালকের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই বিমানবন্দরের ব্যবস্থাপনার দিকেও আঙুল তুলছেন কেউ কেউ। (Tempo Hits Grounded Plane)
বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল একটি IndiGo বিমান। সেই সময় টেম্পোটি এসে সটান বিমানটির সামনের অংশে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় টেম্পোটির মাথার অংশ দুমড়ে যায়। পুরোপুরি ভেঙে যায় সামনের কাচ। বিমানটিরও ক্ষতি হয়েছে। কিন্তু বিমানের নীচে আটকে যাওয়ায় টেম্পোটি আর বেরোতে পারেনি। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (IndiGo Plane Hit by Plane)
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে কেউ আহত হননি। কিন্তু বেঙ্গালুরু বিমানবন্দরের এক মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘১৮ এপ্রিল দুপুর সওয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। থার্ড পার্টি এজেন্সির একটি গাড়ি এসে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারে। কেউ আহত হননি এই ঘটনায়’।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে বিমানবন্দরের তরফে। যাত্রীদের নিরাপত্তা, বিমান সংস্থা এবং বিমানকর্মীজের নিরাপত্তা সর্বদা প্রাধান্য পায় বলে জানানো হয়েছে। যদিও গোটা ঘটনায় বিমাবন্দর কর্তৃপক্ষের দিকেও আঙুল উঠতে শুরু করেছে।
IndiGo-র তরফে বলা হয়, ‘বেঙ্গালুরু বিমানবন্দরে যা ঘটেছে, সেব্য়াপারে ওয়াকিবহাল আমরা। দাঁড়িয়ে থাকা বিমানে এসে ধাক্কা মারে গাড়ি। তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে’।