নয়া দিল্লি:  বছরের শুরুতেই বিপর্যয়ের খবর শোনাল নাসা। জানুয়ারিতেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে 7482 (1994 PC1) নামের একটি বিরাটাকার গ্রহাণু। এর বিরাটাত্ব অনেকটাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের যা পরিধি, তার চেয়ে প্রায় ২.৫ গুণ বড়। earthsky.org এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের থেকেও বড় এই গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে।


নাসার তরফে জানান হয়েছে প্রায় ১০টি গ্রহাণু এই মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এক নজরে দেখে নেওয়া যাক- 


৫ জানুয়ারি- নাসার Center for Near-Earth Object Studies এর তরফে জানান হয়েছে Asteroids 2021 YX এবং 2021 YQ পৃথিবীর কাছাকাছি চলে আসবে। Asteroid 2021 YQ সবচেয়ে কাছে আসবে। তবে পৃথিবীর থেকে এর দূরত্ব হবে প্রায় ২.১৪ বিলিয়ন কিলোমিটার। প্রায় ২০০ ফিট চওড়া এবং ৬১ মিটার লম্বা এই গ্রহাণুটি বিমানের সাইজের।


৬ জানুয়ারি: গ্রহাণু 2014 YE15, যেটি একটি বাস-আকারের পৃথিবী, এটি ৭.৪ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবে। এর ব্যাস ২৪ ফুট বা সাত মিটার।


৭ জানুয়ারি:  গ্রহাণু 2020 AP1 পৃথিবীর কাছাকাছি ১.৭৪ মিলিয়ন কিলোমিটার দূরত্বে চলে যাবে। এটির ব্যাস ১৩ ফুট বা চার মিটার এবং এটি একটি গাড়ির আকারের গ্রহাণু।


১১ জানুয়ারি:  গ্রহাণু 2013 YD48 ৫.৬ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে। পৃথিবীর কাছাকাছি যাওয়ার জন্য এটি একটি বৃহত্তম গ্রহাণু। ৩৪০ ফুট বা ১০৪ মিটার ব্যাস সহ, এটি একটি বিল্ডিং-আকারের গ্রহাণু।


১৮ জানুয়ারি: আরও দুটি গ্রহাণু ১৮ জানুয়ারি পৃথিবীর খুব কাছ থেকে যাবে। গ্রহাণু 7482 (1994 PC1) ছাড়াও, গ্রহাণু 2021 BA একই তারিখে প্রায় ৩.৭৬ মিলিয়ন কিলোমিটার নামমাত্র দূরত্বে আমাদের গ্রহের কাছাকাছি আসবে। 


২০ জানুয়ারি:  গ্রহাণু 2022 AB এই তারিখে পৃথিবীর কাছাকাছি দিয়েই বেরিয়ে যাবে বলে জানান হয়েছে। 


২১ জানুয়ারি:  গ্রহাণু 2018 PN22 এই তারিখে পৃথিবীর পাশ দিয়ে যাবে।


২৪ জানুয়ারি:  গ্রহাণু 2017 XC62 পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। এই সমস্ত গ্রহাণুর মধ্যে, 7482 (1994 PC1) হল সবচেয়ে বড়, যার ব্যাস ১.০৫২ কিলোমিটার। যদিও নাসা এটিকে একটি সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। তবে এটি নিরাপদে পৃথিবী অতিক্রম করবে, আর্থস্কাই রিপোর্টে বলা হয়েছে এমনটাই।