বহরমপুর: পুরভোট মিটলেও বহরমপুরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। পুরভোটকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগে অধীর চৌধুরীর পাল্টা থানায় ডেপুটেশন তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে গতকাল বহরমপুর থানায় ডেপুটেশন দেন তৃণমূলের শহর সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরের সাংসদ সরকারি নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে হুমকি দিচ্ছেন বলে তৃণমূলের অভিযোগ। এর আগে গতকাল দুপুরে মিছিল করে পুলিশ সুপারের অফিসে যান অধীর চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 


আরও পড়ুন: West Burdwan News: পুরভোটে প্রার্থীকে মারধর,সন্ত্রাস, ভোট লুঠের অভিযোগে রানিগঞ্জে পথ অবরোধ সিপিএমের


গতকাল পুরভোট নিয়ে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে । শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৬ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলে বহিরাগতদের নিয়ে উত্তেজনা ছড়ায়। দলের ব্যাজ লাগানো এক মহিলাকে ভোট দিতে নিয়ে আসেন এক তৃণমূল কর্মী। পুলিশ তাঁকে বের করে দেয়। তৃণমূল বহিরাগতদের বুথে আনছে বলে অভিযোগ সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যর। বুথে দাঁড়িয়েই পুলিশ আধিকারিক ও পর্যবেক্ষককে ফোন করেন তিনি। সেখানে হাজির হয়ে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বহিরাগতদের ঢোকানের অভিযোগ জানান বিজেপি প্রার্থী নুরজাহান আনসারিও। 


পাশাপাশি শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি জগদীশচন্দ্র বিদ্যাপীঠে দফায় দফায় উত্তেজনা। বুথের বাইরে বেআইনি জমায়েত। তৃণমূলের বিরুদ্ধে বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি প্রার্থীর। শঙ্কর ঘোষকে বেরিয়ে যেতে বলে পুলিশ। বুথে ভয়ের পরিবেশ, অভিযোগ ভোটারদের। 


কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ। কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা। কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে  সকাল থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। তুঙ্গে শাসক-বিরোধী তরজা।