চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির গতি ঊর্ধ্বমুখী। জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে, ৮.২ শতাংশ শক্তিশালী প্রবৃদ্ধির হার রেকর্ড করেছে। ভারতের পারফর্মেন্স নিয়ে পাকিস্তানেও আলোচনা হচ্ছে। পাকিস্তানি বিশেষজ্ঞ তাহির গোরা এর জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দেশের অবস্থা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন।
এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাহির গোরা বলেন, ভারত ৮.২ শতাংশ প্রবৃদ্ধির হারে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সংখ্যা গণনা করছে। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে ৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ৪,৯১০টি অভিযান পরিচালিত হয়েছে। তাহির গোরা বলেন, দুই দেশের মধ্যে পার্থক্য হলো ভারত ৮.২ শতাংশের রেকর্ড সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে, অন্যদিকে পাকিস্তান সন্ত্রাসবাদ-সম্পর্কিত অভিযানের সংখ্যা গণনা করছে।
তিনি বলেন, "ভারতের প্রবৃদ্ধির হার দেখে গোটা বিশ্ব অবাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারতের অর্থনীতি মৃত, এবং ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বলছিলেন যে হ্যাঁ, আমাদের অর্থনীতি অনেক পিছিয়ে। কিন্তু এখন, এই পরিসংখ্যান দেখে গোটা বিশ্ব, এমনকি ভারতীয়রাও অবাক।"
উল্লেখ্য, ভারতের উপর শুল্কের হার ঘোষণা করতে গিয়ে ট্রাম্প, ভারতীয় অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছিলেন। শুধু তা-ই নয়, দেশ-বিদেশের অর্থনীতিবিদেরাও ট্রাম্পের শুল্ক ধার্যের পর ভারতীয় অর্থনীতিতে ধসের আশঙ্কা করেছিলেন।
তাহির গোরা বলেন, ভারতীয়রা ৬.৭ শতাংশের কাছাকাছি বৃদ্ধির আশা করছিল, যা একটি উল্লেখযোগ্য অর্জন হবে, এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এটি বেশি হবে। কিন্তু ভারতের প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ, এবং এখানে একজন পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র সন্ত্রাসবিরোধী অভিযানের হিসাব করছেন।
তিনি বলেন, "আমি তাদের বারবার বলছিলাম যে আমি এই অভিযানগুলি গণনা করতে পারছি না। আমি ভেবেছিলাম সংখ্যাটি শত শত হবে, কিন্তু তারপরেও আমি সেগুলি গণনা করতে পারিনি। এখন সেনাবাহিনীর মুখপাত্র বলছেন যে ৪,৯১০টি অভিযান পরিচালিত হয়েছে, অর্থাৎ একদিনে শত শত অভিযান পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতি।"
তাহির গোরা বলেন, "৮.২ শতাংশ প্রবৃদ্ধির হারের জন্য ভারতকে অভিনন্দন, কিন্তু পাকিস্তানকে কীসের জন্য অভিনন্দন জানানো উচিত তা আমি বুঝতে পারছি না। তারা যে হিসাব করছে তার জন্য কি তাদের অভিনন্দন জানাবো?"
জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও) জিডিপি বৃদ্ধির হারের কথা জানিয়েছে। কোন কোন খাতে কত পরিমাণ জিডিপি বেড়েছে, তার হিসাবও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর দেশের জিডিপি বৃদ্ধির হার গত বছর এই সময়ের হিসাবের তুলনায় অনেকটা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৬ শতাংশ। চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়াল ৮.২ শতাংশে।