শ্রীনগর: গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক সিআরপিএফ জওয়ান ও একটি ৬ বছরের ছেলেকে হত্যা করা সন্ত্রাসবাদী জাহিদ দাস বৃহস্পতিবার রাতে শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। গত মঙ্গলবার তাকে অনন্তনাগে প্রায় হাতের মুঠোয় পেয়ে গিয়েছিল নিরাপত্তাবাহিনী, কিন্তু তাদের হাত ফস্কে বেরিয়ে যায় জাহিদ। তার খোঁজে গতকাল রাতে শ্রীনগরের মালবাগ এলাকায় যৌথ অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও সিআরপিএফ। এনকাউন্টারে সে প্রাণ হারায়। গুলিযুদ্ধে নিহত হন এক সিআরপিএফ জওয়ানও।


আজ সকালে কাশ্মীর জোন পুলিশ ট্যুইট করে, শ্রীনগরে গতকালের এনকাউন্টারে নিহত হয়েছে অনন্তনাগের বিজবেহরায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফের লোকজন ও একটি ৬ বছরের ছেলের হত্যাকারী সন্ত্রাসবাদী জাহিদ দাস। জম্মু ও কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের বড় সাফল্য এটা।
গত সপ্তাহে বিজবেহরার পাদশাহী ব্রিজের কাছে রাস্তা খুলে দেওয়ার টিমের ওপর জঙ্গি হামলা চলে। প্রাণ হারান এক সিআরপিএফ জওয়ান। সেখানে দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ভিতরে ঘুমিয়ে থাকা ৬ বছরের ছেলে নিহান ভাটের গায়ে গুলি লাগে। পুলিশ জানায়, মোটরবাইক চেপে আসা হামলাকারী সন্ত্রাসবাদী পিস্তল থেকে গুলি চালায়।
হামলার পরপরই পুলিস ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী গোষ্ঠী জাহিদ দাসের ছবি প্রকাশ করে। মঙ্গলবার জাহিদ ও আরও ২ সন্ত্রাসবাদীকে অনন্তনাগে নিরাপত্তাবাহিনী বাগে পায়। জাহিদ অবশ্য তাদের হাতছাড়া হয়, তবে বাকি দুজন নিহত হয়।
গত মাসে একাধিক পৃথক এনকাউন্টারে ৪৮ জন সন্ত্রাসবাদী নিহত হয় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংহ চলতি বছরে এপর্যন্ত শতাধিক জঙ্গির প্রাণ হারানোর কথা জানান। এদের ৫০ এর ওপর হিজবুল মুজাহিদিনের।