নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকুকে খতম করার জন্য নিরাপত্তাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রথম চিফ অফ ডিফেবন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, রিয়াজের মতো জঙ্গিরা 'র্যাম্বো' নয়।
বুধবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার অন্তর্গত বেঘপোরা গ্রামে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় হিজবুল কমান্ডার রিয়াজ। সেইসঙ্গে খতম হয় তার বডিগার্ডি-- আরেক জঙ্গিও।
সিডিএস-এর মতে, সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য হল জঙ্গি নেতৃত্বকে খতম করা। তাতে, জঙ্গিগোষ্ঠীর নিয়োগ-প্রক্রিয়া ধাক্কা খেয়ে থমকে যায়। জঙ্গিদের খতম করার লক্ষ্য বজায় রাখার জন্য বাহিনীকে উদ্দীপ্ত করতে রাওয়াত বলেন, ওরা (জঙ্গিরা) 'র্যাম্বো' নয়। ওরা কেউ-ই নয়।
রিয়াজ সম্পর্কে সিডিএস বলেন,
রাওয়াত যোগ করেন, ওরা স্রেফ জঙ্গি। সর্বদা ধ্বংসলীলা চালায়। কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। আমাদের উচিত নয়, এসব জঙ্গি নেতৃত্বকে গুরুত্ব দেওয়া।
আট বছর আগে, একবার বাহিনীর হাত থেকে বেঁচে গিয়েছিল রিয়াজ। কিন্তু, বুধবার, অঙ্ক শিক্ষক থেকে জঙ্গি হওয়া রিয়াজকে খতম করে বাহিনী। তার মাথার ওপর ১২ লক্ষ টাকা দাম ছিল।