নয়াদিল্লি: তাইল্যান্ড নোভেল করোনাভাইরাস সংক্রমণ রুখতে মাস্কের ব্য়বহারে এতটাই জোর দিচ্ছে যে সেখানে একটি দোকান এমন একটা সিস্টেম বসিয়েছে যাতে একমাত্র মাস্ক পরে থাকা কাস্টমারদের জন্যই দরজা খুলবে। মুখে মাস্ক না থাকলে দরজাই খুলবে না। ট্যুইটারে দোকানের একটি ভিডিও দিয়েছেন নিয়াল হার্বিসন নামে জনৈক ব্যক্তি যাতে দেখা যাচ্ছে, সেখানকার দরজায় একটি মেশিন লাগানো যেটি দোকানে ঢোকার মুখে খদ্দেরের মুখ স্ক্য়ান করে দেখবে মাস্ক পরা আছে কিনা। শরীরের তাপমাত্রাও ধরা পড়বে যন্ত্রে। যদি স্ক্যানে মাস্ক চিহ্নিত হয়, জ্বর নেই, দেখা যায়, তবেই ভিতরে ঢোকার ছাড়পত্র পাবেন খদ্দের।
হার্বিসনের ভিডিওটি ৬০ লক্ষ বারের বেশি লোকে দেখেছে। তাইল্যান্ডে এপর্যন্ত ৩৬০০র বেশি লোক করোনা পজিটিভ হয়েছেন, মারা গিয়েছেন ৫০ জনের বেশি। হার্বিসন লিখেছেন, তাইল্যান্ডে আমার দোকান। ২ সেকেন্ডে তাপমাত্রা স্ক্যান করা যায়, মাস্ক পরা আছে কিনা, বোঝা যায়। মুখে মাস্ক না থাকলে দরজা খোলে না। এখানে গত ১০০ দিনে ৩টের বেশি সংক্রমণের কেস পাওয়া গিয়েছে। স্টাফদেরও মাস্ক না পরার অদ্ভূত যুক্তি টিকবে না।
দেখুন নানা জনের কী প্রতিক্রিয়া।