এর বিরুদ্ধে অনেকেই বলেন, এভাবে দেশের সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার কাঠামোটিকে আঘাত করা হচ্ছে। কেউ বলেন, এমন বিজ্ঞাপনে কীসের অসুবিধা? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তানিস্কের বিজ্ঞাপনের বিরুদ্ধে ঝড় তোলা লোকজনের উদ্দেশে বার্তা দেন, এধরনের ছোট ছোট ঘটনায় আমাদের দেশের সামাজিক সম্প্রীতি ভাঙা যাবে না। আমার বিশ্বাস, কোনও কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা সঞ্জয় ঝা ট্যুইট করেন, দারুণ বলেছেন শ্রী অমিত শাহ! ধন্যবাদ। ভারত এই বিচারবোধহীন আচরণ মানতে পারে না। আমরা এক। সবসময় তাই থাকবও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সোস্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর প্রতিক্রিয়ায় উষ্মা প্রকাশ করেছেন, আবার সন্তুষ্ট হয়েছেন অনেকে।