মুম্বই: স্বামী-স্ত্রীর বচসা হয়ে উঠেছিল নিত্যদিনের ঘটনা। আর তাতেই মর্মান্তিক পরিণতি হল ৮০ বছর বয়সী মহিলার। বচসার জেরে স্ত্রীকে খুন করে বসলেন ৮৪ বছরের বৃদ্ধ। শুধু খুনই নয়, প্রমাণ লোপাটের জন্য স্ত্রীর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। ঘটনা মহারাষ্ট্রের ডোমবিভালির।

অভিযুক্তের নাম বালিরাম পাতিল। তিনি ডোমবিভালি পুর নিগমের উচ্চপদস্থ আধিকারিক রামাকান্ত পাতিলের বাবা। অভিযোগ, বালিরাম পাতিল ছুরি দিয়ে একাধিকবার তাঁর স্ত্রীকে আঘাত করেন। শেষমেশ, কুপিয়ে খুন করেন। শুধু তাই নয়, মৃতদেহ ঘরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। যাতে প্রমাণ লোপাট করা যায়।

পুলিশ জানিয়েছে, রামাকান্তর স্ত্রী পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বৃদ্ধ-বৃদ্ধার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাত তিনি গিয়ে রামাকান্ততে ডাকেন। দুজনে ওই ঘরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন অভিযুক্ত বৃদ্ধ। ওই বৃদ্ধের সঙ্গে তাঁদের বচসাও হয়। এরপর তাঁদের ঘরে ঢুকতে দিতে বাধ্য হয় ওই বৃদ্ধকে। তাঁরা দেখতে পান মায়ের শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। দেহের একাংশ পুড়েও গিয়েছে। ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছেন অভিযুক্ত বাবা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই পরিবার।

রামাকান্ত পুলিশকে জানিয়েছে, বাবা বালিরামের সঙ্গে মা পার্বতীর প্রতিদিন ঝামেলা লেগেই থাকত। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাবে তা তাঁরা ভাবতেও পারেনি বলে জানিয়েছে পুলিশকে। মানপডা পুলিশ বালিরামকে গ্রেফতার করেছে। খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তিনি পুলিশকে জানিয়েছেন, বচসা হওয়ায় তিনি স্ত্রীকে খুন করেন। প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বলে তিনি পুলিশকে জানিয়েছেন।