নয়াদিল্লি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিত্সাধীন হাসপাতালে। কিন্তু রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে আবেগের আঁচ ছুঁয়ে গেল অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকেই ট্যুইট করে আজ এক ঐতিহাসিক দিন বলে মন্তব্য করলেন। বললেন, একটি নয়া যুগের সূচনা হল।



তিনি লিখেছেন, আজ ভারতের কাছে এক ঐতিহাসিক, গর্বের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পূজা করে বিরাট এক রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যা ভারতের সংস্কৃতি ও সভ্যতার এক সোনালি অধ্যায়ের সূচনা করল, একটি নতুন যুগের শুরু হল। নরেন্দ্র মোদির স্পষ্ট নেতৃত্বের জন্যই মন্দির নির্মাণ সম্ভব হল বলেও অভিমত জানিয়েছেন শাহ। লিখেছেন, মোদি সরকার সবসময় ভারতীয় সংস্কৃতি ও তার মূল্যবোধ রক্ষায় দায়বদ্ধ থাকবে।


আরেকটি ট্যুইটে তিনি লিখেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ শতকের পর শতক ধরে বিশ্বব্যাপী হিন্দুদের বিশ্বাসের প্রতীক। ভূমি পূজার মাধ্যমে কোটি কোটি হিন্দুর সেই বিশ্বাসেরই মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।

রামের চরিত্র ও জীবনদর্শন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি, মন্দির দেশের অর্থনৈতিক অগ্রগতি চাঙ্গা করবে বলেও অভিমত জানান শাহ। ট্যুইট করেন, ভগবান শ্রীরামের আদর্শ ও চিন্তাধারা ভারতের আত্মায় রয়েছে। তাঁর চরিত্র ও দর্শন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি। রামমন্দির তৈরির মাধ্যমে এই পূণ্যভূমি আবার তার পূর্ণ গরিমা নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। ধর্ম ও উন্নয়নের সমন্বয় দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।


ভগবান রামের অগণিত ভক্তের কয়েক শতকের লাগাতার বলিদান, সংগ্রাম, কৃচ্ছসাধন ও আত্মত্যাগের ফলেই রামমন্দির নির্মাণ সম্ভব হতে চলেছে বলেও মন্তব্য করেছেন শাহ।