নয়াদিল্লি: দুর্ঘটনার ১১ দিন পর উদ্ধার হল মিগ-২৯ বিমান চালকের দেহ। গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ে ভারতীয় নৌসেনার মিগ-২৯ বিমান। ওই ঘটনার পর সেদিনই এক বিমান চালকের দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরেকজন। উদ্ধার হওয়া দ্বিতীয় ব্যক্তির নাম নিশান্ত সিংহ। তবে ভারতীয় নৌসেনা জানিয়েছে, ‘’ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলে আমরা নিশ্চিত হতে পারব, ওই দেহ নিশান্তের কিনা।“
গত ২৬ নভেম্বর আইএনএস বিক্রমাদিত্যের ডেক থেকে ওড়ে রাশিয়ার তৈরি যুদ্ধবিমানটি। বিকেল ৫টা নাগাদ উড়ানের প্রশিক্ষণ শুরু হয়। সেই সময় আরবসাগরের উপরে ভেঙে পড়ে মিগ-২৯। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে বিমানের এক চালকের। দুর্ঘটনার পরই তল্লাশি শুরু হয়। কিন্তু নিহত চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল নৌবাহিনী।
এই নিয়ে গত দু বছরে ৪ বার মিগ ২৯-কের দুর্ঘটনার কবলে পড়ল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন মিগ-২৯কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি। তার আগে ২০১৮ সালে মিগ-২৯কে রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণে বেঁচে যান পাইলট।