নয়াদিল্লি: করোনা পর্বে আত্মনির্ভর হয়েছে দেশ। বছরের শেষ মন কী বাতে এই কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশে বিপুল পরিবর্তন এসেছে। করোনার জেরে গত এক বছরে দেশীয় পণ্য ব্যবহার করছেন দেশবাসী। একইসঙ্গে এদিন তিনি গুরু গোবিন্দ সিংহ সহ শিখ গুরুদের শ্রদ্ধা জানিয়েছেন।
আজই ছিল বছরের শেষ 'মন কি বাত' অনুষ্ঠান। বছর শেষে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী, সেই দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। মন কি বাত অনুষ্ঠানে কী বিষয় নিয়ে আলোচনা করা যায় সে সম্পর্কে প্রস্তাব দেওয়ার কথা শুক্রবার বলেছিলেন প্রধানমন্ত্রী।
এদিন মোদি বলেন, করোনার কারণে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা। বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে সাপ্লাই চেন। এই কঠিন পরিস্থিতিতে নতুন কিছু শিখতে পেরেছি। দেশ শিখেছে কীভাবে আত্মনির্ভর হতে হয়।
'ভোকাল ফর লোকাল'-কে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে তৈরি খেলনার ব্যবহার বেড়েছে। একবছরে আমূল পরিবর্তন এসেছে মানুষের জীবনযাপনে। আমি আগেই বলেছিলাম, দেশের প্রতিটি বাড়িতে ভোকাল ফর লোকালকে গুরুত্ব দিলে বিক্রেতারাও উজ্জ্বীবিত হবেন। আর তাতে দারুণ জিনিস তৈরি হবে। একইসঙ্গে তিনি কাশ্মীরি কেশর ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
এদিন শিখ গুরুদের শ্রদ্ধা জানান মোদি। গুরু গোবিন্দ সিংহ এবং তাঁর ছেলে জোরাবর সিংহ, ফতেহ সিংহকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুরু গোবিন্দ সিংহের পরিবারের এই ত্যাগকে মনে রাখবে দেশবাসী। তাঁদের পরিবার দেশের মানুষকে শিক্ষা দিয়েছে।
পাশাপাশি, এদিন নিউ ইয়ার রিজলিউশন নিয়েও বক্তব্য রাখেন মোদি। তাঁর কথায়, নতুন বছরে স্বচ্ছ ভারত অভিযানের দিকে বেশি নজর দেওয়া উচিত। করোনা পরিস্থিতিতে এই বিষয়ে আমরা তেমন নজর দিতে পারিনি।
বিভিন্ন ঘটনা তুলে ধরেন তিনি। বলেন, কেউ সোমেশ্বর সমুদ্র সৈকতে সাফ করেছেন ৮০০ কেজি জঞ্জাল, কেউ পরিষ্কার করছেন হিমালয়ে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে প্লাস্টিক বর্জনের ডাক দিলেন প্রধানমন্ত্রী।