নয়াদিল্লি: অভিশপ্ত ২০২০। একের পর এক মৃত্যু। বুধবার প্রয়াত হলেন ফুটবলের ঈশ্বর দিয়াগো মারাদোনা। কিংবদন্তী ফুটবলারের মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া। এদিন শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন থেকে কংগ্রেস নেতা রাহুল গাঁধী।


এদিন রাহুল গাঁধী টুইটারে লেখেন, "দিয়েগো মারাদোনা, কিংবদন্তী আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি একজন যাদুকর ছিলেন। যিনি আমাদের দেখিয়েছিলেন যে ফুটবলকে কেন 'সুন্দর খেলা' বলা হয়। তাঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।"

https://twitter.com/RahulGandhi/status/1331644327089430531?s=08

এদিন শোক প্রকাশ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি টুইটারে লিখেছেন, "অত্যন্ত দুঃখের বিষয় যে ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাদোনা আমাদের অকালে ছেড়ে চলে গেলেন।"

https://twitter.com/SitaramYechury/status/1331646321594298371

কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন টুইটারে লিখেছেন, "দিয়াগো মারাদোনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আর্জেন্টিনার এই ফুটবলার সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট ছিলেন। শোকাহত পরিবার এবং বিশ্বজুড়ে তাঁর ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা সবাই তাঁকে মিস করব। সুন্দর খেলাও তাঁকে মিস করবে।"

https://twitter.com/vijayanpinarayi/status/1331645122618871809

শোক প্রকাশ করে এদিন টুইট করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, ''ফুটবলের মৃত্যু।"

https://twitter.com/SuPriyoBabul/status/1331639067423899649