ভোপাল: কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'কাশ্মীর ফাইলস' ('The Kashmir Files')। প্রবল বিতর্কের মধ্যে দিয়েই দেশজুড়ে বিভিন্ন হলে চলছে সিনেমাটি। ইতিমধ্যেই ২০০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। এবার নয়া চমক। কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা' নিয়ে মিউজিয়াম (museum) বানানো হবে মধ্যপ্রদেশে। এমনই কথা জানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Chief Minister Shivraj Singh Chouhan)।
পরামর্শ ছিল:
মিউজিয়াম (museum) তৈরির পরামর্শ দিয়েছিলেন 'কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। পরিচালক জানান, তিনি ভোপালে এমন মিউজিয়াম করার কথা ভাবছিলেন, যাতে সাধারণ নাগরিক কাশ্মীর পণ্ডিতদের সঙ্গে হওয়া ভয়াবহ ঘটনার কথা জানতে পারেন। শুক্রবার বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, 'এত অত্যাচারের পরেও কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits) তাঁদের সন্তানদের কখনও অস্ত্র তুলে নিতে বলেননি। তাঁরা পড়াশোনাকে গুরুত্ব দেন। সেই কারণেই ভারতের অন্যত্র বা বিদেশ যেখানেই তাঁরা গিয়েছেন সফল হয়েছেন।'
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনিই এমন মিউজিয়াম তৈরির পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন পরিচালক। তিনি আরও বলেন, 'মধ্যপ্রদেশ সফল রাজ্য। আমি ভোপালেরই লোক, তার জন্য আমি গর্বিত। আমার স্ত্রীও ইন্দোরেরই লোক।'
শিবরাজ সিং চৌহান বলেছেন, 'ওই মিউজিয়ামের জন্য মধ্যপ্রদেশ সরকার জমি দেবে, অন্য সুবিধাও দেবে। ভোপালে ওই মিউজিয়াম করার জন্য সবরকম সাহায্য করা হবে।' তিনি আরও বলেন, 'আমি ২০০৮ সালে কাশ্মীরি পণ্ডিতদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি তাঁদের যন্ত্রণা অনুভব করেছি। আমি আশ্বাস দিচ্ছি, মধ্যপ্রদেশ সরকার এখানে ওই মিউজিয়াম করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে।'
শুক্রবারই ভোপালে পৌঁছেছেন চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনদিনের চিত্র ভারতী চলচিত্র উৎসবের সূচনা করছেন তিনি। বিভিন্ন ভাষার ১২০টি ছোট দৈর্ঘ্যের ফিল্ম (short film) দেখানো হবে এই অনুষ্ঠানে।