কলকাতা: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা বির্তকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) মামলার শুনানি। মামলা দিল্লিতে  (Delhi) স্থানান্তর করার ব্যাপারে ক্যাটের সিদ্ধান্তকে আগেই খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  (Highcourt)। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে মামলা কেন্দ্রের। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২২ নভেম্বর। 


মামলা কলকাতা (Kolkata) থেকে দিল্লিতে (Delhi) স্থানান্তরের নির্দেশিকা খারিজ করে দেওয়ার পর কলকাতা বেঞ্চেই শুনানি হবে বলে জানা যায়। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা-বিতর্ক নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়, রাজ্যের তৎলীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
 
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ক্যাটের কলকাতা বেঞ্চে মামলা করেন আলাপন। এই মামলা কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য দিল্লিতে পাল্টা মামলা করে কেন্দ্র।


আরও পড়ুন: WB School Reopen: আগামীকাল থেকে রাজ্যে খুলছে স্কুল, জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি


প্রসঙ্গত কিছুদিন আগেই হুমকি চিঠি পান আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর সেই চিঠি দেওয়ার অভিযোগে গ্রেফতার হন সেই টাইপিস্ট। সেই সূত্র ধরে গ্রেফতার হন এক চিকিৎসক ও তাঁর গাড়ি চালক। 


মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গ্রেফতার হন এক চিকিৎসক। ধৃতের নাম অরিন্দম সেন (Dr Arindam Sen)। বাড়ি রাজা রামমোহন রায় সরণিতে। এ ছাড়াও, অভিযুক্ত চিকিৎসকের গাড়ি চালক রমেশ সাউ ও এক টাইপিস্ট বিজয়কুমার কয়ালকেও গ্রেফতার করেছে পুলিশ। 


আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী (Wife of Alapan Banerjee)  সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee), কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of calcutta) উপাচার্য। সম্প্রতি, তাঁর নামে হুমকি চিঠি পাঠানো হয়। দু-লাইনের চিঠিতে লেখা ছিল, আপনার স্বামীকে খুন করা হবে। কেউ তাঁকে বাঁচাতে পারবে না। এরপরই অভিযোগ দায়ের হয়, হেয়ার স্ট্রিট থানায়।