কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Baneree) আইনি নোটিস। নোটিস ধরালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তাঁর ছবি নিয়ে মমতা অপমানজনক মন্তব্য করেছেন বলে দাবি বিবেকের। সোশ্যাল মিডিয়ায় নোটিস পাঠানোর কথা নিজেই জানিয়েছেন তিনি। নোটিসের প্রতিলিপিও পোস্ট করেছেন ট্যুইটারে (Legal Notice)। উত্তর না দিলে করা হবে মানহানির মোকদ্দমা, হুঁশিয়ারি বিবেকের।


মমতাকে আইনি নোটিস পাঠানোর কথা জানালেন পরিচালক নিজেই


'দ্য কেরালা স্টোরি' ছবিকে ঘরে বিতর্ক দেখা দিয়েছে। বাংলায় ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করেছে মমতা সরকার। সেই প্রসঙ্গে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির কথাও উঠে আসে তাঁর মুখে। 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'দ্য কেরালা স্টোরি'র মতো ছবি সমাজের একটি অংশকে হেনস্থা করতে বানানো হয় বলে দাবি মন্তব্য করেন। তার পরই মঙ্গলবার মমতাকে আইনি নোটিস পাঠানোর কথা সামনে আনলেন বিবেক।



আরও পড়ুন: Bratya Basu: 'ওঁকে দেখে হ্যামলেট নয়, মনে হচ্ছে ম্যাকবেথের কথা' ব্রাত্যর নিশানায় কে?


ওই আইনি নোটিসের কিছু স্ক্রিনশটও ট্যুইটারে পোস্ট করেছেন বিবেক। তাঁর বক্তব্য, 'মিথ্যে দাবি এবং অপমানজনক মন্তব্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়েই এমন দাবি করা হয়েছে, যাতে আমাদের এবং আমাদের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' এবং মুক্তির অপেক্ষায় থাকা 'দ্য দিল্লি ফাইলস'-কে বদনাম করা যায়'।


সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' বাংলায় নিষিদ্ধ হয়েছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ছবিটিকে নিষিদ্ধ করার নির্দেশ দেন। ছবিতে অসত্য এবং বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন মমতা। জানিয়ে দেন, রাজ্যের শান্তি এবং শৃঙ্খলার জন্য় বিপজ্জনক হতে পারে ওই ছবি। তাই সেটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


'দ্য কেরালা ফাইলস' নিষিদ্ধ হয়েছে বাংলায়


আর সেই প্রসঙ্গেই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, " বিকৃত তথ্য। 'দ্য কাশ্মীর ফাইলস' কী? সমাজের একটি অংশকে হেনস্থা করতেই। 'দ্য কেরালা স্টোরি' কী? বিকৃত তথ্য। বিজেপি বিকৃত তথ্য দেখাচ্ছে। কয়েক দিন আগে বিজেপি-র সাহায্যপ্রাপ্ত কিছু তারকা বাংলায় এসেছিলেন বিকৃত এবং অসত্য তথ্য নিয়ে 'বেঙ্গল ফাইলস' বানানোর প্রস্তুতিও চলছে"। আর তার পরই নোটিসের কথা সামনে আনলেন বিবেক।