নয়াদিল্লি: ১২ সংখ্যায় লুকিয়ে আছে আপনার নাগরিকত্বের পরিচয়। আধার কার্ডের মধ্যে রয়েছে সেই নম্বর। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)ইস্যু করে সেই কার্ড। তবে সহজে পাওয়া সম্ভব নয় এই কার্ড। পরিচয় যাচাইয়ের জন্য আপনাকে দিতেই হবে এই নথিগুলি।
UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আধারের রেজিস্ট্রেশন ফর্ম। সেখানে ফর্ম ফিলাপের পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আপনাকে। নীচে দেখে নিন, কী সেই নথি ?
পরিচয়ের প্রমাণপত্র, যেখানে নাম ও ছবি থাকবে
১ পাসপোর্ট২ প্যানকার্ড৩ রেশন কার্ড/পিডিএস ফটো কার্ড৪ ভোটার আইডি ৫ ড্রাইভিং লাইসেন্স৬ আর্মস লাইসেন্স৭ পেনশনার ফটো কার্ড৮ CGHS/ ECHS ফটো কার্ড৯ বিয়ের ফটোসহ সার্টিফিকেট১০ ফটো ব্যাঙ্ক এটিএম কার্ড
আবেদনকারী ও পরিবারের প্রধানের রিলেশনশিপ সার্টিফিকেট
১ পিডিএস কার্ড২ MNREGA জব কার্ড৩ CGHS/ State Government/ ECHS/ ESIC Medical card৪ পেনশন কার্ড৫ আর্মি ক্যানটিন কার্ড৬ পাসপোর্ট৭ জন্মের শংসাপত্র৮ সরকারি বিয়ের শংসাপত্র৯ শিশু জন্মানোর পর হাসপাতালের ডিসচার্জ কার্ড
জন্ম তারিখের শংসাপত্র (নাম ও জন্মের তারিখ)
১ জন্মের সার্টিফিকেট২ SSLC Book/ Certificate৩ পাসপোর্ট৪ প্যান কার্ড৫ কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ফটো আইডি কার্ড, যার মধ্যে জন্মের তারিখ থাকবে৬ সেন্টাল/ স্টেট পেনশন পেমেন্ট অর্ডার৭ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট৮ স্কুল ছাড়ার শংসাপত্র বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট৯ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা (ইপিএফও)-র কার্ড যাতে ছবি ও জন্মের তারিখ রয়েছে
নাম ও ঠিকানার প্রামাণ্য নথি
১ পাসপোর্ট২ ব্যাঙ্ক স্টেটমেন্ট/ পাসবুক৩ পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট / পাসবুক৪ ড্রাইভিং লাইসেন্স৫ ভোটার আইডি৬ রেশন কার্ড৭ বিদ্যুতের বিল (তিন মাসের থেকে বেশি পুরোনো হলে হবে না)৮ জলের বিল (তিন মাসের থেকে বেশি পুরোনো হলে হবে না)৯ টেলিফোনের ল্যান্ড বিল (তিন মাসের থেকে বেশি পুরোনো হলে হবে না)১০ ইনস্যুরেন্স পলিসি১১ আর্মস লাইসেন্স১২ স্বাধীনতা সংগ্রামীর কার্ড১৩ পেনশনার কার্ড১৪ গ্যাসের কানেকশনের বিল (তিন মাসের থেকে বেশি পুরোনো হলে হবে না)১৫ স্কুলের পরিচয়পত্র