নয়াদিল্লি: ২৬, ৫৬৭, সারা দেশে গত পাঁচ মাসে রেকর্ড দৈনিক আক্রান্তের সংখ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী,  ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। গত ৫ মাসের মধ্যে সবথেকে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। কোভিড-১৯ পর্বে যা বড় প্রাপ্তি বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এর আগে গত ১০ জুলাই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৫০৫। বিবৃতি জারি করে স্বাস্থ্য মন্ত্রক বলেছে, করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯১ লক্ষ ৭৮ হাজার ৯৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। দৈনিক সুস্থতার হার ৭৬.৩১ শতাংশ। দৈনিক আক্রান্তের হার ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৬৩ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৪৮ এবং মহারাষ্ট্রে ৪০।

সুস্থতার নিরিখে প্রথম স্থানে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় স্থানে আছে কেরল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সুস্থতার সংখ্যা ৪ হাজার ৭০৫। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮১৮ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৭২। মহারাষ্ট্রের গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৪ জন।