নয়াদিল্লি: একাধিক জায়গায় সবথেকে বেশি মানুষকে নিয়ে অনুষ্ঠান করার জন্য লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Limca Book of World Records) নাম উঠল ভারতীয় রেলের (Indian Railways)। যা এর আগে কোনও দেশের পক্ষে করা সম্ভব হয়নি। তাই সম্ভব করে দেখাল ভারতীয় রেল মন্ত্রক।


 






২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি রেল মন্ত্রকের পক্ষ থেকে দেশের ২,১৪০টি জায়গায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে অংশ নিয়েছিলেন মোট ৪০ লক্ষ ১৯ হাজার ৫১৬ জন। 


ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় নতুন রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি রেল লাইনের নিচে ও উপর দিয়ে আন্ডারপাস ও ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় রেলের এই উদ্যোগকে সম্মান জানিয়ে সর্ববৃহৎ এই অনুষ্ঠানের জন্য তাদের নাম তোলা হল বিশ্বখ্যাত লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।


তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরি হওয়া এনডিএ সরকারে মঙ্গলবার দ্বিতীয় বারের জন্য রেলমন্ত্রী পদে দায়িত্ব বুঝে নিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রক ছাড়াও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দফতরের। 


মঙ্গলবার দায়িত্ব বুঝে নিতে অফিসে যাওয়ার পর তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রেল মন্ত্রকের আধিকারিক ও কর্মীরা। দায়িত্ব বুঝে নেওয়ার পর ভারতীয় রেলওয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক যোগাযোগের জন্য তাঁকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "দেশকে সেবা করার জন্য মানুষ ফের প্রধানমন্ত্রী মোদিকে আশীর্বাদ করেছেন। গত ১০ বছরে রেলওয়ে খুব বড় ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রেলওয়েতে প্রচুর সংস্কার করেছেন। রেলওয়ের বিদ্যুৎকরণের পাশাপাশি নতুন রেললাইনের নির্মাণ, নতুন ধরনের ট্রেন, নতুন পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে স্টেশনগুলিও নতুন করে গড়ে তোলা হয়েছে। এগুলো গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদির খুব বড় সাফল্য। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নতির জন্য সবসময় সচেষ্ট থেকেছেন কারণ এটা সাধারণ মানুষের যাতায়াতের সবথেকে বড় মাধ্যম এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের খুবই শক্তিশালী শিরদাঁড়া। মোদিজির রেলওয়ের সঙ্গে আন্তরিক যোগাযোগ রয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর জন্য ধন্যবাদ জানাই।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: NEET Controversy: কেউ লিখে দেন ব্ল্যাঙ্ক চেক, মাথাপিছু ৬৬ লক্ষও! NEET দুর্নীতি ধামাচাপা দেওয়ায় অভিযুক্ত কেন্দ্র