গুজরাট: মৃত্যুর এক বছর পর উদ্ধার হল গুজরাটের এক ব্যক্তির সুইসাইড নোট। গত বছর এপ্রিলে ৪২ বছরের ওই ব্যক্তি আত্মহত্যা করেন। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তার কোনও সূত্র পাচ্ছিলেন না ওই ব্যাক্তির মা। আত্মহত্যার রহস্যভেদ করতে পারেনি পুলিশও।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৯ এপ্রিল আত্মহত্যা করেন গুজরাটের ওই ব্যক্তি। নিখোঁজ হওয়ার পরের দিন নর্মদা খালে ভেসে ওঠো তাঁর দেহ।

কিন্তু কেন চরম সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে রহস্য থেকেই গিয়েছিল। ছেলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছিল মা লীলা যাদবের মনেও। চলতি মাসের প্রথম দিকে ছেলের ঘর গোছাতে গিয়ে ভাজ করা কাগজ খুঁজে পান। বিছানার চাদরের মধ্যে ছিল ওই চিঠি। জানা গিয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে ৮ এপ্রিল ২০২০ তারিখ। অর্থাৎ আত্মহত্যা করার এক দিন আগে চিঠি লেখেন তিনি। সুইসাইড নোটে ওই ব্যক্তি লিখেছেন এই চরম সিদ্ধান্তের কারণ।

কী লিখেছিলেন চিঠিতে?

৪২ বছরের মাধবের অভিযোগ মূলত তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই চিঠিতে তিনি লিখেছেন, "আমার স্ত্রী প্রকাশ্যে ওর প্রেমিকের সঙ্গে মেলামেশা করে। এমনকি আমার সামনেও একই আচরণ করেন। আমার গুরুত্ব নিয়েও বিদ্রূপ করেন।"

চিঠিতে উল্লেখ করেছেন, এই সব ঘটনার জেরে মানসিক অবসাদে ভুগছেন তিনি। পুরুষত্বহীন বলেও স্ত্রী কটাক্ষ করতেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে তিনি আরও লিখেছেন, "আমি ওদের বলেছিলাম সম্পর্কটা শেষ করে দিতে। আমার পক্ষে এটা মেনে নেওয়া অপমানজনক। আমি মানসিকভাবেও খুব ভেঙে পড়ি। কিন্তু ওরা মানতে রাজি নয়। তাই আত্মহত্যার পথ বেছে নিতে হবে আমাকে।"