নয়াদিল্লি: ল্য়াপটপের (Laptop) সিকিউরিটি (security) হোক বা নেটব্যাঙ্কিং (netbanking), পাসওয়ার্ড ছাড়া আজকের দিনে এক পা-ও চলা কঠিন। কিন্তু এত পাসওয়ার্ড (password) মনে রাখবেন কী করে? বহু ক্ষেত্রেই অনেকে পাসওয়ার্ড মনে রাখা নিয়ে সমস্য়ায় পড়েন। চটজলদি সমাধান বলতে কৌশলও বের করেছেন তাঁরা। একই পাসওয়ার্ড বার বার ব্য়বহার করা। ২০২২ সালে এমনই ২০০টি বহুলব্যবহৃত (most used) পাসওয়ার্ডের হদিশ পেয়েছে NordPass নামে একটি সংস্থা। তালিকায় বেশ কিছু চমকে ওঠার মতো পাসওয়ার্ডের হদিশও মিলেছে বলে দাবি তাঁদের।


কী রকম পাসওয়ার্ড?
ভারতীয়দের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি বলুন তো? খোদ password শব্দটি। চলতি বছরে অন্তত ৩৪ লক্ষ বার এটি পাসওয়ার্ড হিসেবে ব্য়বহার করেছেন ভারতীয়রা, দাবি ওই সংস্থার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে '123456' এবং '12345678', এই দুটি। ১ লক্ষেরও বেশি বার ব্যবহৃত হয়েছে এই দুটি পাসওয়ার্ড। 'abcd1234' পাসওয়ার্ডটি আবার ৮ হাজার ৯৪১ বার ব্যবহার হয়েছে। তবে ওই সংস্থার দাবি, তিনটি পাসওয়ার্ডই এক সেকেন্ডেরও কম সময়ে 'ক্র্যাক' করা সম্ভব। অর্থাৎ সেই অর্থে এগুলির ব্যবহার মোটেও নিরাপদ নয়। তবে ভারতীয়দের পাসওয়ার্ড ব্য়বহারের নিরিখে আরও কয়েকটি প্রবণতা ধরা পড়েছে এই সমীক্ষায়। যেমন 'bigbasket' শব্দটি পাসওয়ার্ড হিসেবে চতুর্থ ব্যবহৃত শব্দ। ৭৫ হাজার জনেরও বেশি এই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। 'anmol123' পাসওয়ার্ডটি এই তালিকায় অষ্টম স্থানে। হাজারদশেক বার ব্য়বহার করা হয়েছে এটিকে। সংস্থার দাবি, ১৭ মিনিটের চেষ্টায় এটি ক্র্যাক করা গিয়েছে। তা ছাড়াও রয়েছে 'googledummy' নামে পাসওয়ার্ডও। সংস্থার সমীক্ষারিপোর্টে দাবি করা হচ্ছে, এটি আগের পাসওয়ার্ডগুলির নিরিখে তুলনামূলক ভাবে ক্র্যাক করা কঠিন হলেও ২৩ মিনিটেই 'চিচিং ফাঁক' করা গিয়েছেষ


আর কী জানা গেল?
'মানুষ অভ্যাসের দাস। প্রত্যেক বছর গবেষকরা একই ধরনের প্যাটার্ন দেখতে পান, স্পোর্টস টিম, ফিল্মের চরিত্র এবং খাবারের মেনুই পাসওয়ার্ড-দুনিয়ায় দাপট দেখায়। আমরা এ ব্যাপারে সর্বকালের জনপ্রিয়তম ক্যাটেগরি দেখতে চেয়েছিলাম।' সে সূত্রেই এই সমীক্ষা। সাইবারসিকিউরিটি নিয়ে কাজ করছেন এমন স্বাধীন গবেষকদের সঙ্গে সাহায্যে ৩০টি দেশে গবেষণা চালানো হয়েছিল। সেখান থেকেই এই সমীক্ষা-রিপোর্ট। তবে একটি বিষয় বার বার মনে করিয়েছেন সমীক্ষকরা। একই পাসওয়ার্ড বার বার ব্যবহারে সাইবার-নিরাপত্তা ভয়ঙ্কর বিঘ্নিত হয়, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্যও। 


আরও পড়ুন:গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র