ইনদওর: শুক্রবার ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তবে, এটাই শেষ নয়। ২০২০ সালে মোট ৬টি গ্রহণ দেখার সুযোগ পাবেন পৃথিবীবাসী। এর মধ্যে চারটি চন্দ্রগ্রহণ এবং ২টি সূর্যগ্রহণ। এই ৬টির মধ্যে আবার ৩টি ভারত থেকে দেখা যাবে।
২০২০ সালের প্রথম গ্রহণ হয়ে গেল শুক্রবার। এটি ছিল বছরের প্রথম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। কলকাতা ও ভারতের অন্যান্য শহরের পাশাপাশি, শুক্রবার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। দেখা গিয়েছে অস্ট্রেলিয়া থেকেও।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, আগামী ৫ জুন হবে পরের চন্দ্রগ্রহণ। যা দেখা যাবে ভারত থেকে। এরপর ফের চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই এবং ৩০ নভেম্বর। তবে, এগুলি ভারতে দেখা যাবে না।
২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্য গ্রহণ। যা দেখা যাবে ভারত থেকে। আরেকটি সূর্যগ্রহণ হবে বছর শেষে- ১৪ ডিসেম্বর। সেটা ভারত থেকে দেখা যাবে না।