নয়াদিল্লি: দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয়ে নাকি দুর্দান্ত বিক্রি হচ্ছে বিরিয়ানি। দল ৭০টার মধ্যে ৬২টা আসন জেতায় কর্মকর্তারা বাজি ফাটিয়েছেন, লাড্ডু বিলি করেছেন, সঙ্গে চলেছে বিরিয়ানি খাওয়া। হোটেল-রেস্তোঁরা মালিকরা সুযোগ বুঝে বিরিয়ানিতে বিশেষ ছাড় দিচ্ছেন, ফলে অন্যান্য ডিশকে একশো গোল দিয়ে বিরিয়ানিই এখন বাজারের রাজা।
ভোটের আগে দিল্লিতে বিরিয়ানি নিয়ে কম বিতর্ক হয়নি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশ্ন করেন, শাহিনবাগের বিক্ষোভকারীদের কারা রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে। কিন্তু বিরিয়ানি বাধা সৃষ্টি করতে পারেনি আপের বিপুল জয়ে। উল্টে তা হয়ে উঠেছে জয়ের আনন্দ উদযাপনের মাধ্যম।
এনসিআরে বিরিয়ানি ব্লুজ নামে একটি রেস্তোঁরা চেন চালান রেমন্ড অ্যান্ড্রুজ নামে জনৈক ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, উৎসব অনুষ্ঠানে বিরিয়ানি এমনিতেই সকলের প্রিয়। তারপর আপের এই বিরাট জয়ে বিরিয়ানি অর্ডার দারুণ বেড়ে গিয়েছে। একই কথা বলছেন বিরিয়ানি বাই কিলো রেস্তোঁরার অন্যতম মালিক বিশাল জিন্দাল। বলেছেন, মঙ্গলবার অনেকেই নিরামিষ খান। কিন্তু এই মঙ্গলবার, দিল্লিতে ভোট গণনার দিন বিরিয়ানির বাম্পার বিক্রি হয়েছে তাঁদের।
দিল্লিতে বিপুল জয় আপের, বিক্রি বাড়ল বিরিয়ানির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2020 11:21 AM (IST)
ভোটের আগে দিল্লিতে বিরিয়ানি নিয়ে কম বিতর্ক হয়নি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশ্ন করেন, শাহিনবাগের বিক্ষোভকারীদের কারা রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -