Hollywood News: '২৪-র অক্টোবরে প্রত্যাবর্তন 'প্রিয় খলনায়কের', আসছে ফিনিক্সের 'জোকার'

Joker Returns: রুপোলি পর্দায় ফিরছে 'জোকার'। ফিরছেন ওয়াকিন ফিনিক্স। এক জনপ্রিয় মার্কিন মিডিয়া কর্পোরেশনের দাবি, পাঁচ বছর পর ২০২৪-র অক্টোবরেই ফের বড়পর্দায় দেখা যাবে আর্থার ফ্লেককে।

Continues below advertisement

ওয়াশিংটন: রুপোলি পর্দায় ফিরছে 'জোকার' (Joker)। ফিরছেন ওয়াকিন ফিনিক্স (Joaquin Phoenix)। এক জনপ্রিয় মার্কিন মিডিয়া কর্পোরেশনের দাবি, পাঁচ বছর পর ২০২৪-র অক্টোবরেই (october) ফের বড়পর্দায় দেখা যাবে আর্থার ফ্লেককে।

Continues below advertisement

প্রত্যাবর্তনের খুঁটিনাটি:
শোনা যাচ্ছে, '২৪-র ৪ অক্টোবর সিলভারস্ক্রিন কাঁপাবে জোকারের সিক্যুয়েল। তার নামকরণ পর্বও সারা। 'জোকার: ফলি আ দ্যু' নামে আসবে সেটি। নামভূমিকায় অস্কারজয়ী অভিনেতা ওয়াকিন-ই। তবে মূল চমক অন্যত্র। এবার জোকারের সাগরেদ 'হার্লে কুইন'-র ভূমিকায় দেখা যাবে লেডি গাগা-কে। সম্ভবত এই ছবিটি 'মিউজিকাল' হতে চলেছে। ঘোষণা হতেই সাড়া পড়ে গিয়েছে ওয়াকিন-ভক্তদের মধ্যে। এবার শুধু প্রহর গোনা। সঙ্গে কৌতূহল। সিক্য়ুয়েলের তো কথা ছিল না। তা হলে হঠাৎ মতবদল কেন?

মতবদলের নেপথ্যে:
প্রথম ছবিতে দর্শকদের যে প্রতিক্রিয়া এসেছিল, সেটাই কারণ সিক্যুয়েলের মনে করছেন অনেকে।  ২০১৯ সালে টড ফিলিপসের পরিচালনায় 'জোকার'-র ভূমিকায় দেখা গিয়েছিল ওয়াকিনকে। যে চরিত্রকে হিথ লেজার কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে কতটা ন্যায়বিচার করতে ওয়াকিন? সন্দেহ ছিল। কিন্তু ফিল্ম মুক্তির পর দেখা যায়, বিশ্বজুড়ে দুর্ধর্ষ সাড়া ফেলেছে ওয়াকিনের 'জোকার'। ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল ছবিটি। শুধু তা-ই নয়। এর সৌজন্যে অস্কার উঠে এসেছিল ওয়াকিন ফিনিক্সের হাতে। সব মিলিয়ে দুরন্ত পারফরম্যান্স। ফল? মতবদল। তবে সূত্রের খবর এ বার মোটা পারিশ্রমিক নিচ্ছেন ওয়াকিন। সম্ভবত ২ কোটি ডলার চেয়েছেন তিনি। এবারও পরিচালনার দায়িত্বে টড ফিলিপস-ই। স্কট সিলভারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন তিনি। প্রস্তুতি শেষ হলেই শুরু হয়ে যাবে শ্যুটিং। তার পর অপেক্ষা। পর্দায় কখন আবার ভয়ঙ্কর কিছু করবেন 'প্রিয়' খলনায়ক? কখন আবার ঠাণ্ডা গলায় প্রশ্ন ছুড়ে দেবেন, 'ইজ ইট জাস্ট মি অর ইজ ইট গেটিং ক্রেজিয়ার আউট দেয়ার?'

আরও পড়ুন:কাজ আমার ভালোবাসা, সন্তানসম্ভবা হয়েও বিশ্রাম নিতে ইচ্ছা করে না: আলিয়া

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola