কলকাতা: রোজভ্যালিকাণ্ডে ধৃত শ্রীকান্ত মোহতার জামিন। শারীরিক অসুস্থতার জন্য জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতা, করোনা পরিস্থিতির জন্য সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেন শ্রীকান্ত মোহতা। রোজভ্যালিকাণ্ডে ২ বছর ধরে জেলে ছিলেন শ্রীকান্ত মোহতা। আজ তার জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত।


রোজভ্যালিকাণ্ডে ২০১৯ সালের জানুয়ারিতে শ্রীকান্তকে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার। টলিউডের প্রভাবশালী ব্যক্তি বলেই পরিচিত তিনি।  তৃণমূলের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন শ্রীকান্ত মোহতা।

রোজভ্যালিকাণ্ডে তদন্ত নামে সিবিআই। ওই ঘটনায় সিবিআইকে রিপোর্ট দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। ওই রিপোর্টেই উল্লেখ করা হয় শ্রীকান্ত মোহতার নাম। তার সূত্র ধরেই রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে সিবিআই। সেই সময় জেলবন্দি ছিলেন গৌতম কুণ্ডু।

সিবিআই সূত্রে খবর, গৌতম জেরায় দাবি করেছিলেন, ২০১০ সালে শ্রীকান্তের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের রোজভ্যালি গোষ্ঠীর টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী প্রযোজনা সংস্থা ২৫ কোটি টাকার বিনিময়ে তাদের ৭০টি ছবি রোজভ্যালির চ্যানেলে দেখানোর স্বত্ব বিক্রি করে। কিন্তু পরে তা নিয়েও সংঘাত হয় দুপক্ষের। আদালতে গৌতম কুণ্ডুর সংস্থা জানায়, তার মধ্যে নতুন ছবি দেওয়ার কথা ছিল। একাধিক পুরনো ছবি দিয়েছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে। ৩০টি ছবির মধ্যে অধিকাংশই ছিল পুরনো। রোজভ্যালির টাকা দিয়েই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসে লছবি বানাবে তাও উল্লেখ ছিল চুক্তিতে। এমনটাই দাবি সিবিআইয়ের।