নয়াদিল্লি: মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে ট্যাংকার ভর্তি করার সময় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এদিন তিনি ট্যুইটারে লেখেন, নাসিকের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে মৃতদের পরিবাবরের প্রতি সমবেদনা রইল।



এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় ট্যুইট করে তিনি লিখেছেন, নাসিকের হাসপাতালে অক্সিজেন লিক করে দুর্ঘটনা শুনেছি। অত্যন্ত বেদনাদায়ক। এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীর শোকপ্রকাশ করছি। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অন্য রোগীদের দ্রুত আরোগ্য কামনার জন্য, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।



সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অক্সিজেনের একটি ট্যাঙ্কার লিক করে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে নাসিকের এক হাসপাতালে । ডক্টর জাকির হোসেন হাসপাতালে একটি  ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক করে যায় । এর ফলে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা । হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান । ইতিমধ্যেই ওই হাসপাতাল থেকে ২0 জনের বেশি করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।


এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিংগানে জানিয়েছেন, ''এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি । ঘটনার তদন্ত হবে । যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়া হবে না।''


নাসিকের ওই কোভিড হাসপাতালের  ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  জেলাশাসক সুরজ মান্ধারে জানিয়েছেন করোনা আক্রান্ত অনেকেই ছিলেন ভেন্টিলেশনে । তাদের অক্সিজেন চলছিল। ভিডিওতে দেখা গেছে,  লিক করে চারিদিকে ছড়িয়ে পড়ছে সাদা গ্যাস। করোনা আক্রান্ত যেসব রোগীরা হাসপাতালে ভর্তি, তাঁদের বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন বাড়ির লোকেরা। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে । স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখনও  পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যাঁরা ভেন্টিলেটরে ছিলেন তাঁরাই অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন । তদন্ত শেষে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করব।''