মুম্বই: যোধপুরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট সলমন খানকে কৃষ্ণসার শিকার মামলায় এবং অস্ত্র আইনে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল। ২৮ তারিখ তাঁকে হাজিরা দিতে হবে। তারপর আদালত তাঁকে জানাবে, আগামী শুনানি কবে হবে।

সলমনের আইনজীবী হস্তীমল সরস্বত তাঁর হয়ে আদালতে ছিলেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই মামলার শুনানি ২৮ তারিখ শুরু হবে। সে জন্য আদালতে হাজিরা দিতে হবে সলমনকে। কৃষ্ণসার শিকার মামলায় সলমনের কাছ থেকে লাইসেন্স পেরিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়। তাই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা চলছে। এই মামলায় সিএমজে কোর্ট তাঁকে প্রমাণের অভাবে ছাড় দিয়েছে। কিন্তু রাজস্থান সরকার সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছে যোধপুরের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে।